Minor Marriage
ওয়েব ডেস্ক,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নাবালিকার বিয়ে রুখল বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। শুক্রবার রাতে কেশপুর ব্লকের গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মপুর গ্রামে শেখ মতিবুল আলী তাঁর মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে দিচ্ছিলেন মুখবাসন গ্রামে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেই খবর গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব মারফত পৌঁছায় বিদ্যালয়ে। খবর যায় কেশপুর থানা ও বিডি অফিসে। কেশপুরের যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক ও কেশপুর থানার পুলিশ সহ একটি টিম পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় কন্যাশ্রী ক্লাব তাদের সহপাঠীর বিয়ে আটকায়। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে মুচলেখা নেওয়া হয় যাতে ১৮ বছর আগে কোনোভাবেই মেয়ের বিয়ে না দেন।
Minor Marriage
আরও পড়ুন : পঞ্চায়েত ভোটে শাসকদলের “তুরুপের তাস” লক্ষ্মীর ভাণ্ডার, ষাট বছরের পরও পাবে ১ হাজার টাকা
তবে প্রথমে পরিবার মানতে না চাইলেও, পরে স্বীকার করে নেয় তারা লুকিয়েই বিয়ে দিচ্ছিলেন মেয়ের। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে লাগাতার সচেতনতার প্রচারের পরেও কিভাবে এই ধরনের কাজ হয়। তবে গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব বারবার রুখে দিয়েছে নাবালিকার বিয়ে। কন্যাশ্রী ক্লাবের প্রশংসা করেছে এলাকার সকলেই।
আরও পড়ুন : কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, জীবনটাকে অনলাইন করে দিচ্ছে, মেদিনীপুরে তোপ মমতার
আরও পড়ুন : মেদিনীপুরে জোড়া মসজিদে ‘মওলা পাকের’ উরস উৎসবে এলো বাংলাদেশের ট্রেন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Minor Marriage
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper