Home » কোভিড ইউনিটের উদ্বোধন হল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে

কোভিড ইউনিটের উদ্বোধন হল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে

by Biplabi Sabyasachi
0 comments

Covid hospital

আরও পড়ুন ঃমন্দারমণি আজ যেন শ্মশানপুরী, প্রায় ৮০টি হোটেল ভাসিয়ে নিয়ে গেল উত্তাল সমুদ্র

পত্রিকা প্রতিনিধিঃ দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপটে বেসামাল গোটা রাজ‍্য। এ অবস্থায় পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার ডেবরা (Debra) সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩৫ শয্যার ওই কোভিড ইউনিটের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari )। এদিন উদ্বোধন অনুষ্ঠানে দেবের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল, রাজ্যের মন্ত্রী ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ও জেলা স্বাস্থ্য আধিকারিক নিমাই মণ্ডল সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। এদিন জেলাশাসক (District Magistrate) রেশমি কমল (Rashmi kamal) বলেন, জেলায় আগে ৬০০-র বেশি বেড ছিল।

কোভিড ইউনিট , নিজস্ব চিত্র

আজকের পর কোভিড বেড়ের সংখ্যা সাড়ে সাতশো হবে। ডাক্তার, নার্স, অক্সিজেন-সহ করোনা চিকিত্সার সব সুবিধে ওই ইউনিটে থাকবে। এই ইউনিট খোলার ফলে খড়গপুর(Kharagpur), নারায়ণগড়-সহ একাধিক এলাকার মানুষ করোনা চিকিৎসক সুবিধে পাবেন। অপরদিকে সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari ), ” এই জেলায় করোনা পরিস্থিতি ইতিমধ্যে নিয়ন্ত্রণে রয়েছে।” তাছাড়া ডেবরা (Debra) সুপার স্পেশালিটি হাসপাতালে এই ১৩৫ শয্যার ওই কোভিড ইউনিট তৈরি হওয়ার ফলে এলাকার মানুষ উন্নয়ন পরিষেবা পাবেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid hospital

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.