Triple case
আরও পড়ুন ঃ–সাত বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধিঃ ‘যশ'(Yass) – বিধ্বস্ত এলাকার মানুষের জন্য সরকারের পক্ষ থেকে আসা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি (Contai) পুরসভার (Municipality) গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায় স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তার ভাই কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী’র (Sumendu Adhikari )। উল্লেখ্য, পুরসভার (Municipality) গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায় তাঁদের দুজনের মধ্যে কেউই জড়িত নয় বলে দাবী জানিয়ে মহামান্য হাইকোর্টের (High Court) কাছে আবেদন করেছিলেন এই দুই বিজেপি নেতা। তবে তদন্তের নামে তাঁদের যাতে গ্রেফতার করা না হয় তার জন্যই এই পদক্ষেপ বলে সূত্রে জানা যাচ্ছে। যদিও মহামান্য কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) তাদের আবেদন মেনে শুনানিতে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না হাইকোর্ট বলে সূত্রের খবর। তবে ঘটনা থেকে রক্ষা করার জন্য সমস্ত মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ত্রিপল চুরি মামলার তদন্তে কাঁথি (Contai) থানার পুলিশকে সহযোগিতা করার কথা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারক। তবে এই ঘটনার তদন্তে তাদের পুলিশ গ্রেফতার করলেও তা আটকানোর পথ রইল না বলেই সূত্রে খবর।
প্রসঙ্গত, উল্লেখ্য, কাঁথি (Contai) পুরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন এলাকায় পুরসভার গোডাউনে রয়েছে। আর সেই গোডাউনে পুরসভায় কাজ করতে যাচ্ছিলেন সেখানকারই এক পুরকর্মী। সেই সময় তাঁর নজরে আসে ওই গোডাউনের সামনে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের উপস্থিতিতে ত্রিপল বার করিয়ে ম্যাটাডোরে তোলা হচ্ছে। আর এই ঘটনার পর তড়িঘড়ি ওই কর্মী বিষয়টি গিয়ে কাঁথি (Contai) পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে জানান। খবর পেয়েই সিদ্ধার্থবাবু প্রশাসক মণ্ডলীর দুই সদস্য হাবিবুর রহমান, রত্নদীপ মান্না ও যুব তৃণমূলের এক নেতা সুরজিৎ নায়ককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুরসভার প্রশাসকেরা গোডাউনের দায়িত্বে থাকা পুরকর্মী হিমাংশু মান্নাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। তবে সেখানে প্রায় লক্ষাধিক টাকার ত্রিপল ছিল বলে অভিযোগ। সেই সূত্রেই গত ২৯ মে কাঁথি থানায় শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari )-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাঁথি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না। তার অভিযোগ ,ত্রিপল চুরিতে অভিযুক্ত দুই পুরকর্মী স্বীকার করে নিয়েছেন, শুভেন্দু (Suvendu Adhikari) ও সৌমেন্দুর (Sumendu Adhikari ) নির্দেশেই এমন কাজ করেছেন তাঁরা। তবে এই বিষয়ে পরবর্তীকালে শুভেন্দুর মন্তব্য ছিল,যে কাউকেই তাঁর ঘনিষ্ঠ হিসেবে দেখানো আসলে মিডিয়ারই প্রচার। এই চুরির ঘটনায় তাঁদের কোনও যোগ নেই বলে দাবী করেন বিরোধী দলনেতার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Triple case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore