Suicide news
আরও পড়ুন ঃ-ঘাটালে করোনা দেহ সৎকার ঘিরে টানাপোড়ন , উত্তেজনা এলাকায়
পত্রিকা প্রতিনিধিঃ হাঁসুয়া দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হল ভীমসেন চাতার (৫৩) নামের এক কৃষকের। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বলপাই অঞ্চলের অন্তর্গত পানপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। গত ৫ দিনে সেই মানসিক অবসাদ বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। এরপর আজ সকালে বাড়ির অদূরে কয়েকজন মিলে গাছ কাটছিলেন। সেই সময় ওই গুটিগুটি পায়ে গাছ কাটা দেখতে এগিয়ে যান । এরপর তিনি গাছ কাটতে থাকা শ্রমিকদের সাথে কথা বলেন। কিন্তু বেশকিছু গাছের উপরে ইলেকট্রিক লাইন যাওয়ায় শ্রমিকেরা সেই দিকে নজর দিয়ে গাছ কাটাতে থাকেন।
তবে সকলের দৃষ্টি সেই দিকে থাকার কারনে ওই ব্যক্তি সেই সময় গাছ কাটাতে আসা শ্রমিকদের হাঁসুয়া দিয়ে নিজের গলা কেটে ফেলেন। আর এই ঘটনা দেখতে পেয়ে হঠাৎই হৈচৈ পড়ে যায় এলাকায়। এরপর স্থানীয়রা ওই ব্যক্তির গলায় গামছা চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু কোনো মতেই রক্ত বন্ধ না হওয়ায় তাকে তড়িঘড়ি করে সবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনার খবর পেয়ে সবং পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Suicide news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore