The district magistrate handed over Shishumitra award to two schools in West Midnapore
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্য সরকারের শিশু মিত্র পুরস্কার (২০২১) প্রদান করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দুটি স্কুলকে। মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ে বিদ্যালয়গুলির প্রধানদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেলাশাসক রশ্মি কমল। জেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলোর মধ্যে পলাশপাই ভগবতী দেবী বালিকা বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে নছিপুর আদিবাসী হাইস্কুল এই পুরস্কার পেয়েছে।
আরও পড়ুন:- ধর্মঘটের সমর্থনে মিছিল পশ্চিম মেদিনীপুর জেলায়
জেলাশাসক এই স্কুলগুলির প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের হাতে পুরস্কার স্বরূপ একটি স্মারক, শংসাপত্র এবং ২৫ হাজার টাকার চেক তুলে দিয়েছেন। এদিন সেইসঙ্গে জেলাতে রাজ্য সরকারের বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার সফল প্রতিযোগিতার হাতে তুলে দেওয়া হয়।
Shishumitra Award
আরও পড়ুন:- মেদিনীপুরে নতুন স্টেডিয়ামের জমি পরিদর্শনে সিএবি সভাপতি
আরও পড়ুন:- ‘ছাত্র-ছাত্রীদের শিখতে চাওয়ার ইচ্ছেটা যেন বেঁচে থাকে,’ মেদিনীপুর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বললেন গুণীজনরা
আরও পড়ুন:- চোলাই মদ কারবারে নিরীহদের আটক করেছে আবগারি! মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরে আবগারি দপ্তর ঘেরাও মহিলাদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Shishumitra Award
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore