পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের ভোট নিজে দিন প্রচার শুরু করলেন জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় দুই দফায় সংঘটিত হবে । আগামী ২৭ মার্চ এবং ১ লা এপ্রিল। তবে সংগ্রামের আরেক নাম ” নন্দীগ্রাম ” সেই নন্দীগ্রাম’কে কেন্দ্র করে রাজ্যে পালাবদল হয়েছিল বলে বাংলায় মা মাটি মানুষের সরকার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বহু রক্তের বিনিময়ে নন্দীগ্রাম এখন সারা ভারতবর্ষের একটাই নাম ” তোমার নাম আমার নাম নন্দীগ্রাম “।
তৎকালীন সময়ে বহু মানুষ ঘরছাড়া ছিলেন। আর সেই সমস্ত মানুষ ধীরে ধীরে ঘরে ফিরেছেন। গত নির্বাচনে মানুষ ভোট নিজের ভোট নিজে দিতে পারেনি বলে অভিযোগ উঠেছিল।
তাই সেজন্যই প্রশাসনের তরফ থেকে এবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্রজলালচক সহ বিভিন্ন এলাকায়, গ্রামের বাজারে বাজারে গিয়ে ভয় নয় সেই ভয় কে জয় করে নিজের ভোট নিজে দিন বলে ইভিএম এবং ভোটের প্রচার শুরু করল জেলা প্রশাসন।