ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নেশা করাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর অশান্তির জেরে ৪ মাসের শিশু কন্যাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। স্বামী-স্ত্রী ও চারমাসের শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির চিকিৎসার জন্য বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীরা জানাচ্ছেন, বেলদার কুশমুড়ি এলাকার আদিবাসী দম্পতি অজয় ও সুস্মিতা সিং এদিন সকাল দশটা নাগাদ বেলদা-কাঁথি রাজ্য সড়কের কাছে খাকুড়দাতে তাদের চার মাসের সন্তানকে একটি চটের বস্তাতে পুরে রাস্তার ওপর আছাড় মারতে থাকে।
পরে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সাথে সাথে পথচলতি মানুষ এবং এলাকাবাসীরা দেখতে পেয়ে তাদের বাধা দেন। পরে এলাকাবাসীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। উত্তেজিত জনতার সঙ্গে তাদের হাতাহাতিও শুরু হয়। পরে তাকে ধরে রেখে পুলিশে খবর দেন এলাকাবাসীরা।খবর পেয়ে বেলদা থানার পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায়।
এলাকাবাসীদের কাছে তারা স্বীকার করে তাঁদের নেশার কারণে এই অশান্তি।যদিও বাচ্চাকে পুড়িয়ে মারার চেষ্টার বিষয়ে স্বামী স্ত্রী দু জন পরস্পর পরস্পরের দিকে অভিযোগ তুলেছে। বর্তমানে বেলদা থানার পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore