The central government is not giving money for work, it is making life online, Mamata Banerjee cannon in Midnapore.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আগে রাজ্য ট্যাক্স আদায় করত, এখন জিএসটি’র মাধ্যমে সব টাকা কেন্দ্রে চলে যাচ্ছে। জিএসটি’র থেকে পাওনা রাজ্যের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। মেদিনীপুর থেকে কেন্দ্র সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি “আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। এটা কেন্দ্র-রাজ্য মিলে করে।” ওই প্রকল্পে রাজ্যেরও ভূমিকা আছে বলে অভিমত মুখ্যমন্ত্রীর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানের প্রশাসনিক সভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। জিএসটি থেকে রাজ্যেও পাওনা না পাওয়ায় বিভিন্ন সুবিধা মানুষজনকে দেওয়া যাচ্ছে না। এ নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি নেতারাই দিল্লি গিয়ে বলছে টাকা দিলে মানুষ উপকৃত হবে। তা হলে আমরা কী করে ভোট চাইব। আমি বলছি লজ্জা থাকা উচিত। কারণ এগুলো মানুষের টাকা। তোমাদের টাকা নয়।
Mamata Banerjee
আরও পড়ুন : মেদিনীপুরে জোড়া মসজিদে ‘মওলা পাকের’ উরস উৎসবে এলো বাংলাদেশের ট্রেন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আগে রাজ্য কর সংগ্রহ করত। এখন কেন্দ্র তোলে জিএসটি। জনগণের টাকা দিল্লি নিয়ে যায়। কিন্তু রাজ্য সরকারের যে ভাগ তা দেয় না।” ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলেও সরব মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কাজ করিয়ে টাকা দিচ্ছে না। আবার আধার কার্ড লিঙ্ক না করালে টাকা পাওয়া যাবে না। কিন্তু লিঙ্কটা করাবে কোথায়? গ্রামের মানুষ অনলাইনে লিঙ্ক করাবে? কত পঞ্চায়েতে ব্যাঙ্কই নেই, গ্রামে গ্রামে পোস্ট অফিস নেই। অনলাইনটা করবে কোথা থেকে? সেটা একবার দেখবেন না। জীবনটাকেই অনলাইন করে দিচ্ছেন তো।”
আরও পড়ুন : বন দফতরের অফিস থেকে ঢিল ছোঁড়া দুরত্বে তাণ্ডব চালালো হাতির পাল
আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন ও শিলন্যাস ৭৫৫ কোটির
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper