Home » পটাশপুরে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি , কাঠগড়ায় তৃণমূল

পটাশপুরে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি , কাঠগড়ায় তৃণমূল

by Biplabi Sabyasachi
0 comments

Bombing

আরও পড়ুন ঃবনদফতরে লোকবলের অভাবকে হাতিয়ার করে মেদিনীপুর সদরে গাছ কাটার অভিযোগ

পত্রিকা প্রতিনিধিঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব মেদিনীপুরে। রাতের অন্ধকারে বিজেপি (Bjp) পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পটাশপুর (Pataspur) ১ ব্লকের নৈপুর গ্ৰাম পঞ্চায়েতের হরিদাসপুর এলাকায়। জানা গিয়েছে, রাতের অন্ধকারে তৃণমূল (Tmc) আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই বিজেপির (Bjp) পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করে। আর এই বোমাবাজির আওয়াজ পেয়ে গ্ৰামবাসীরা ছুটে এলে তৃণমূল(Tmc) দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপির(Bjp) । এরপর ঘটনার খবর পেয়ে পটাশপুর (Patashpur) থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ও ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।

নিজস্ব চিত্র

এবিষয়ে কাঁথি(Contai) সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী (Anup Chakraborty) বলেন ,গতকাল পটাশপুর(Patashpur) বিধানসভার নৈপুর এলাকায় পরিকল্পিত ভাবে কার্যালয়ে বোম রেখে বাইরে থেকে বোম মেরে উরিয়ে দেওয়া হয়েছে। এই বর্বর চরিত্রহীন দল পশ্চিমবঙ্গের শাসকদল । তাছাড়া এই দল যে বোম বন্দুকের খেলা শুরু করেছে । তাতে এই দল পরবর্তী দিনে নিশ্চিন্ন হয়ে যাবে।

যদিও , সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির (TMC)। জেলা তৃণমূল(Tmc) কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন বলেন , মুখ‍্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে আমরা আদর্শিত। তার স্পষ্ট নির্দেশ বিরোধী পক্ষ’কে কোন ভাবেই আক্রামণ করা যাবে না। তাছাড়া স্থানীয়ভাবে একে অপর মানুষের সাথে শত্রুতা আছে, আবার কিছু সমাজবিরোধী রয়েছে যারা দলবল করে কখনও তারা বিজেপিতে থাকে আবার কখনও তৃণমূলে(Tmc) যায়। তাছাড়া দলীয়ভাবে তৃণমূল(Tmc) কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়। পুলিশ ঘটনার তদন্ত করুক এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

এবিষয়ে পটাশপুর(Patashpur) থানার ওসি(oc) দীপক চক্রবর্তী (Dipak Chakraborty) বলেন, এই ঘটনায় ইতিমধ্যে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিজেপি (Bjp) পার্টি অফিসে বোমা মজুত ছিল নাকি কেউ বোমা রেখে গিয়েছিল তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bombing

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.