ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৎকালীন জেলা শাসক রশ্মি কমল-এর উদ্যোগে রানী শিরোমণির স্মৃতি বিজড়িত শালবনীর কর্ণগড়ে নয়া পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। রাত্রিবাসের জন্য ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণে তৈরি হয় ন’টি কটেজ। কটেজগুলোর অধিকাংশই মাটি, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পর্যটকদের জন্য একটি অত্যাধুনিক ক্যাফেটেরিয়াও তৈরি করা হয় সেখানে। একইসঙ্গে কর্ণগড়ের মধ্যে থাকা রানীর পুকুরটিরও সৌন্দর্য্যায়ন করা হয়। পর্যটনকেন্দ্রটি পরিচালনার জন্য আশেপাশের গ্রামের প্রায় ২০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণও দেওয়া হয়। ২০২১ সালের ১১ ডিসেম্বর ঘটা করে পর্যটন কেন্দ্রের উদ্বোধন হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুরুর দিকে ভালোই চলছিল।
Karnagarh Temple
পর্যটকরাও এসে ভিড় জমাচ্ছিলেন। কটেজগুলোর বুকিং হচ্ছিল নিয়মিত। কিন্তু বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সবকিছু ধ্বংস হতে বসেছে। কর্মীরা সময় মতো বেতনও পাচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়েছেন পর্যটকরাও। হতাশ হয়ে ফিরছেন তাঁরা। যাঁরা একবার আসছেন, তাঁরা আর গড়মুখো হচ্ছেন না।
আরও পড়ুন : পাঁশকুড়ায় থানার গোডাউনে জমা নিষিদ্ধ আতশ বাজি থেকে বিস্ফোরণে মৃত্যু এক পুলিশ কর্মীর
প্রশাসনের নজর দেওয়া উচিত বলেই মনে করছেন স্থানীয় মানুষজন। পর্যটন দপ্তরের এক আধিকারিক বলেন, “শীতকাল চলে এসেছে। এবার মানুষ ঘুরতে বেরোবে। রক্ষণাবেক্ষণে সামান্য টাকা খরচ করলেই ফের পর্যটকদের টানা যাবে।” কিন্তু টাকা দেবে কে? মন্ত্রী শ্রীকান্ত মাহাত জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।
আরও পড়ুন : রাস্তার উপর দাউদাউ করে জ্বলল চারচাকা! দাসপুরের রাস্তায় সাংঘাতিক কান্ড
আরও পড়ুন : নিমেষেই আগুণে পুড়ে ছাই ১০ কাঠা জমির ধান! চোখের জলই ভরসা কৃষকের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Karnagarh Temple
– Biplabi Sabyasachi Largest Bengali