Home » Teachers Protest : “স্কুলে শিক্ষক ফেরাও, আন্দোলনের পাশে আছি মাস্টারমশাই,” মিছিল স্কুল পড়ুয়াদের

Teachers Protest : “স্কুলে শিক্ষক ফেরাও, আন্দোলনের পাশে আছি মাস্টারমশাই,” মিছিল স্কুল পড়ুয়াদের

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চাকরি বাতিলে লাটে উঠেছে পড়াশুনা! বিভিন্ন বিষয়ে শিক্ষক নেই। ছাত্ররা শিখবে কি? যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে পথে নামল পড়ুয়ারা‌। হাতে লেখা পোস্টার নিয়ে স্কুলের বাইরে মিছিল করল। স্লোগানও দিল। শিক্ষকদের আন্দোলনের পাশে তারাও যে রয়েছে সে বার্তাও দিয়েছে। এমনই চিত্র দেখা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

ওই এলাকার পাকুড়িয়া চিন্তামণি আদর্শ বিদ্যাপীঠের বেশ কিছু ছাত্র মঙ্গলবার স্কুল ছুটির পর একটি প্রতিবাদ মিছিল করে। তাতে বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা যোগ দেয়। তাদের দাবি, বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের শিক্ষক নেই। তাদের পড়াশোনা হচ্ছে না। আবার তাদের বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি ফেরত পেতে কলকাতার রাজপথে আন্দোলন করছেন। সেই আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরত পাঠাতে আন্দোলনে নামল পড়ুয়ারা।

তবে বিভিন্ন বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে তা মানছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী। তিনি বলেন, “আমি স্কুলে যায় নি আজ। মিছিলের বিষয়টি আমার জানা নেই। তবে বিদ্যালয়ের সাত জন শিক্ষক বাতিল হওয়ায় পড়াশোনার ক্ষতি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি জীবন বিজ্ঞান বিভাগে। ওই বিভাগে দুজন শিক্ষকই চাকরি হারিয়েছেন। ভূগোলেও একজন হারিয়েছেন। ফলে কিভাবে পড়াশোনা সম্ভব তা বুঝে উঠতে পারছি না। ছাত্ররাও বুঝতে পারছে তাদের ক্লাস হচ্ছে না।” ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌম্যদীপ ঘোষ জানায়, “জীবন বিজ্ঞানের দুজন শিক্ষক চাকরি হারিয়েছেন।

যার ফলে জীবন বিজ্ঞানের ক্লাস বন্ধ রয়েছে। আমাদের পড়াশুনা শেষ হয়ে যাচ্ছে, কিছুই শিখতে পারবো না।” ওই ক্লাসের আর এক ছাত্র তীর্থ মাঝি জানাই, “শিক্ষকরা আমাদের এতদিন শিক্ষাদান করেছেন। আজকে ওনারা খোলা আকাশের নিচে রোদ্রের মধ্যে রাস্তায় আন্দোলন করছেন। আমরা ছাত্র হিসেবে শুধুমাত্র ক্লাসের মধ্যে আবদ্ধ থাকতে পারি না, আমরা আমাদের শিক্ষা বাঁচাতে এবং যোগ্য শিক্ষকদের ফেরানোর জন্য প্রতিবাদ করছি।” পড়ুয়াদের এই প্রতিবাদকে অভিনন্দন জানিয়েছে ছাত্র সংগঠন ডিএসও।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.