বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একসাথে চারজন শিক্ষকের চাকরি বাতিলে বিপাকে চন্দ্রকোনার স্কুল।মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্ব সামলানো সহ স্কুলের চারজন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় বিপাকে স্কুল।আগেই স্কুলে শিক্ষকের অভাব ছিল,আদালতের রায়ে চারজনের চাকরি বাতিল হওয়ায় শিক্ষক শুন্যতা বাড়লো চন্দ্রকোনা জিরাট হাইস্কুলে। আগে থেকেই স্কুলে ৭ জন শিক্ষকের অভাব ছিল বর্তমানে সুপ্রিম কোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায়ে চারজন স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4. শিক্ষকের অভাবে বিপাকে স্কুল,চাকরি যাওয়া এই শিক্ষকদের হাতে দায়িত্ব ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা দেখার।জানাযায় আদালতের রায়ে জিরাট হাইস্কুলের চারজন শিক্ষকের চাকরি যাওয়ার মধ্যে দুইজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।স্কুলের চার শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনায় বিপাকে স্কুল কর্তৃপক্ষ।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের।জানাযায়, জিরাট হাইস্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১১৫০ জন।চাকরি বাতিলের ঘটনায় সেই স্কুলেই বর্তমানে ১১ জন শিক্ষকের অভাব দেখা দিল।ছাত্রদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন স্কুলের পরিচালন কমিটির সভাপতি থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা।
আরও পড়ুন : ময়নার স্কুলে ১৩ জন শিক্ষকের চাকরি বাতিল
আরও পড়ুন : থানার অভ্যন্তরে মহিলাদের মারধরের প্রতিবাদে জেলা শাসক দপ্তর অভিযানে এসইউসিআই
3/4. শুভঙ্কর ঘোষ(বায়োলজি), জয়শ্রী পাল(সংস্কৃত), সৌরভ বিষুই (কেমিস্ট্রি ) ও সমাপ্তি কোলে(অঙ্ক) জিরাট হাইস্কুলের এই চারজন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে।আগে থেকেই স্কুলের শিক্ষকের অভাব তার ওপর আদালতের রায়ে চারজন শিক্ষক শিক্ষিকা চাকরি হারানোই বিপাকে চন্দ্রকোনার জিরাট হাই স্কুল।ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে স্কুল শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা।
আরও পড়ুন : বনদপ্তরের বার্তা মেনেই রক্তপাতহীন শিকার উৎসব মেদিনীপুরে
আরও পড়ুন : হাতি দেখতে গিয়ে জখম গড়বেতার এক যুবক, ফসলের দফারফা মেদিনীপুর সদরে
4/4. স্কুলের প্রধান শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির সভাপতি,সকলের একটাই দাবি স্কুলের এই চারজন শিক্ষক মেধাবী যোগ্য ছিল কিন্তু আদালতের রায়ে তারাও মর্মাহত।এতো সংখ্যক ছাত্রছাত্রী তারউপর শিক্ষক শুন্যতায় পঠনপাঠন কিভাবে চলবে দুঃশ্চিন্তায় স্কুল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Education Department
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper