পত্রিকা প্রতিনিধিঃবৃহস্পতিবার তমলুকের উত্তর সোনামুই পঞ্চায়েতে আম্ফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণের দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল আসল ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ, পান চাষীদের ক্ষতিপূরণ ,করোনার সঠিক হিসেব দেওয়া, পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ দেওয়া প্রভৃতি ছিল কর্মসূচির মুখ্য দাবি। তমলুক সাংগঠনিক জেলার তমলুক গ্রামীণ মন্ডল-৩ বিজেপির প্রতীকী অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশাসনের আগেই বিপুল পরিমাণ তৃণমূল কর্মী জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই তমলুক থানার বিশাল পুলিশ হাজির হয়। এরপর বিজেপির প্রোগ্রাম শুরু করলেই তৃণমূলের কর্মীরা পুলিশের সামনেই বিজেপি সমর্থকদের গালিগালাজ ও হুমকি দিতে থাকে। বার বার বিজেপি সমর্থকরা যখন গ্রাম পঞ্চায়েত এর সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন সমর্থকদের ওপর হামলার চালায় তৃণমূল কর্মীরা। কোনোরকম ভাবে পুলিশ রক্ষা করে বিজেপি সমর্থকদের। অবশ্য এই সুযোগে ডেপুটেশাসন দেয় বিজেপির একটি প্রতিনিধি দল।
তমলুকে পুলিশের সামনে বিজেপির কর্মসূচিতে হামলা চালালো তৃণমূ্ল
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -