পত্রিকা প্রতিনিধিঃ সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে (Avishek Banerjjee) ভরা জনসভায় মঞ্চে উঠে চড় মারার ঘটনায় অভিযুক্ত দেবাশিস আচার্যের (Debashis acharya)বৃহস্পতিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ।এদিন তমলুকের জেলা হাসপাতালে (Tamluk Hospital)চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানাগেছে, গতকাল রাতে ৯টা নাগাদ বাড়ী থেকে বাহিরে বের হন দেবাশীষ। রাতে ফিরে আসেন নি। আজ ভোর ৪টে ১০ মিনিট নাগাদ অসুস্থ দেবাশিসকে তার তিন বন্ধু তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে।তবে এই ঘটনার খবর পেয়ে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক, তমলুক থানার আই সি সহ পুলিশ আধিকারিকরা হাসপাতালে ছুটে আসে। কি ভাবে এই ঘটনা তা নিয়ে অন্ধকারে সবাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন ঃ–ঝাড়গ্রাম জেলার একটি পুরসভা সহ ২১ টি এলাকাকে ঘিরে ঘোষণা হল কনটেইনমেন্ট জোন
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে নটা নাগাদ তিন বন্ধু মিলে মোটর সাইকেলে করে ঘুরতে বেরিয়ে ছিল। সোনাপোতা টোল প্লাজার কাছে একটি চা দোকানে তিন বন্ধু চা খায়। তারপরেই দেবাশীষ আচার্য কারও ফোন পেয়ে বেরিয়ে যান। আর ফেরেনি। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ তমলুক জেলা হাসপাতালে ভর্তি করলে দুপুরে মৃত্যু হয় দেবাশীষ আচার্যের। BJP-র দাবি তাদের দলের কর্মী দেবাশিসকে পরিকল্পনামাফিকভাবে খুন করেছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
উল্লেখ্য,২০১৫ সালের ৪ জানুয়ারীতে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসেছিলেন সাংসদ অভিষেক ব্যানার্জী। সেই মঞ্চে উঠেই দেবাশীষ চড় কষিয়েছিলেন। আজ দেবাশিসের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জেলা রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Debashis
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore