Home » পুলিশ নীরব, পাগলা কুকুরের মতো তৃণমূলের গুন্ডারা কামড়াচ্ছে :ভারতী

পুলিশ নীরব, পাগলা কুকুরের মতো তৃণমূলের গুন্ডারা কামড়াচ্ছে :ভারতী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বুধবার তৃনমুলের হামলায় আহত বিজেপি সমর্থকরা গুরতর অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি। আজ হাসপাতালেই আহতদের দেখতে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সহসভানেত্রী ভারতী ঘোষ। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি নবারুন নায়েক ভারতী ঘোষ ভগবানপুরের ঘটনার তীব্র নিন্দা করে বলেন এটা মর্মান্তিক একটা ঘটনা, ভারতীয় জনতাজোতা পার্টির লোকেরা যে কোনো বিপর্যয়ের ত্রাস পাচ্ছে না, তৃনমুল সরকার বেছে বেছে নিজেদের লোকদের সমস্ত ত্রান সহ টাকাটানা পয়সা বন্টন করছে। এরই প্রতিবাদে বিজেপি শিমুলিয়া অঞ্চল ডেপুটেশন দিতে গেলে, তৃনুমলের গুন্ডাবাহিনী অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। পাগলা কুকুরের মতো কামড়াচ্ছে তৃনমুল। তৃনমুল সরকার যদি এভাবে চলতে থাকে তবে জনরোষ থেকে বাঁচবে না তৃনমুলের গুন্ডাবাহিনী। একপ্রকার হুমকির সুরে এমনই কথা বললেন ভারতীভারতীয় ঘোষ। অন্যদিকে পুলিশের উদ্দেশ্যে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ভারতী দেবি। তিনি বলেন নিরপেক্ষ না হয় একতরফা কাজ করছে পুলিশ প্রশাসন, দম থাকলে আমার মতোব চাকরি ছেড়ে বেরিয়ে আসুন না হলে আসল অপরাধীদের গ্রেপ্তারীগ্রেপ্তার করুন। ২০২১ এ কিন্তু এই সরকার থাকবে না, হয় একতরফা নোংরা খেলা বন্ধ করুন না হলে তখন আমরা এসে আপনাদের ব্যবস্থা করব। 

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.