Home » নাটকীয় মোড়, মমতা নয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নন্দীগ্রামে জয় দাদার

নাটকীয় মোড়, মমতা নয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নন্দীগ্রামে জয় দাদার

by Biplabi Sabyasachi
0 comments

Nandigram news

আরও পড়ুন ঃনন্দীগ্রামে জয়ী মমতা , পরাজিত হলেন প্রাক্তন সৈনিক শুভেন্দু

পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে ভোট গণনার শুরুটা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। তবে ছক ভেঙে পোস্টাল ব্যালটেই তৃণমূলের এগিয়ে থাকার প্রবণতা শুরু থেকেই দেখা গিয়েছিল। বেলা বাড়তেই এগিয়ে থাকার নিরিখে ব্যবধান বাড়াতে থাকে তৃণমূল। দুপুর ১২টা বাজতেই বাংলার ভোট কাঙ্খিত লক্য ছুঁয়ে ফেলে তৃণমূল কংগ্রেস। ট্রেন্ডের নিরিখে ২০০-র বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল। সরকার গড়ার স্বপ্ন তো দূর, ১০০-র বেশ কিছুটা আগেই থমকে যাওয়ার পথে বিজেপি। পর্যুদস্ত বাম-কংগ্রেস ও আইএসএফ-এর জোট সংযুক্ত মোর্চা। তবে প্রতিটি রাউন্ডে রীতিমতো ওঠানামা চলছে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান উত্তেজনা ছিল নন্দীগ্রামে। তবে এই গণনায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থেকেই শুরু করেছিলেন। কিন্তু তাতে স্বস্তি নেই তাঁর অনুগামীদের। আর এই পরিস্থিতিতে  নন্দীগ্রামে ১৭ রাউন্ড গনণার শেষে ১২০০ ভোটে এগিয়ে যানমমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। সার্ভারের ত্রুটির জেরে দুপুরে এমনিতেই চল্লিশ মিনিট ভোটগণনা বন্ধ ছিল সেখানে। তার পর মমতার জয়ের খবর সামনে আসার পরও কোনও তথ্য প্রকাশ করতে পারেনি না কমিশন। তার পরেই জানা যায়, শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন। তবে কমিশনের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “নন্দীগ্রামের মানুষের রায় মাথা পেতে নিলাম। তবে আমি আদালতে যাব।” তবে নন্দীগ্রামে কে জিতেছেন তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও কিছু জানানো হয়নি। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Nandigram news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.