Shuvendu resigned from MLA
আরও পড়ুন ঃ-বনগাঁ সফর বাতিল করে মেদিনীপুরে আসছেন অমিত শাহ, ঠাসা কর্মসূচি, তৎপর দল ও প্রশাসন
পত্রিকা প্রতিনিধি: মন্ত্রিত্ব থেকে ইস্তফা নেওয়ার পর শুভেন্দু অধিকারী’কে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।আর দীর্ঘ জল্পনার অবসান ঘটল বুধবার।মন্ত্রিত্ব ছাড়া পর এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী।নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়লেন শুভেন্দু। এদিন বিকেল তিনি বিধানসভায় পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, নিজের হাতে লিখে পদত্যাগপত্র দাখিল করেছেন তিনি। তবে এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় না থাকায় তাঁর সচিব অভিজিৎ সোমের কাছে ইস্তফাপত্র দিয়েছেন শুভেন্দু অধিকারী।তবে হাতে লেখা ইস্তফাপত্রে শুভেন্দু অনুরোধ করেছেন দ্রুত তাঁর পদত্যাগ যাতে গ্রহণ করা হয়। বিধানসভায় এদিন অধ্যক্ষ না থাকায় তাঁকে ই–মেল করে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন শুভেন্দু। তবে বিধানসভার অধ্যক্ষ এ ব্যাপারে জানিয়েছেন, আপাতত শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না।
যে ভাবে বিধানসভার সচিবের কাছে শুভেন্দু অধিকারী ইস্তফাপত্র দাখিল করেছেন তা বৈধ নয়। এভাবে সচিবের কাছে ইস্তফাপত্র দেওয়া যায় না। এবং ইস্তফাপত্র গ্রহণের ক্ষেত্রে সচিবেরও কোনও এক্তিয়ার নেই। শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ করা হবে কিনা সে ব্যাপারে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এখন ছাড়লেন বিধায়ক পদ। ধাপে ধাপে এর আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ছেড়েছেন তিনি। সাম্প্রতিক খবর, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের হাত ধরে শুভেন্দু বিজেপি–তে যোগ দিতে চলেছেন। এদিন বিধায়ক পদ ত্যাগ করে সেই সম্ভাবনাকে আরও জোড়ালো করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অনুগামী কণিষ্ক পন্ডার দাবী, “দাদা এখনও বিজেপিতে যোগ দেওয়ার কথা সরকারী ভাবে ঘোষণা করেননি। তবে তিনি যদি বিজেপিতে যান তাহলে রাজ্য জুড়ে তৃণমূলে জোরদার ধ্বস নামবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে পাহাড়ের গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা তাঁদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন” বলে দাবী করেছেন কণিষ্ক।
সূত্রের খবর, ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া ও কাঁথির রসুলপুরে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা লাগিয়েছেন দাদার অনুগামীরা। কণিষ্কের দাবী, এটা অতি উৎসাহী সমর্থকদের কাজ। শুভেন্দুবাবু এখনও কোনও নির্দেশ দেননি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Shuvendu resigned from MLA
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore