Suvendu Adhikari : মেদিনীপুর শহরে থাকা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড মিটিংয়ে হাজির হলেন বোর্ডের অন্যতম পরিচালক মন্ডলীর সদস্য শুভেন্দু অধিকারী। বুধবার বোর্ডের অন্যান্য ১৫ জন সদস্যের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। বিজেপিতে যোগদানের পরে এই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে থাকা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড মিটিংয়ে হাজির হলেন বোর্ডের অন্যতম পরিচালক মন্ডলীর সদস্য শুভেন্দু অধিকারী। বুধবার বোর্ডের অন্যান্য ১৫ জন সদস্যের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।
জানা গিয়েছে, গত ৩০ শে এপ্রিল তিনি এই ব্যাঙ্কের বৈঠকে শেষবার এসেছিলেন, তারপর চারবার বৈঠক হয়েছে। পঞ্চমবারে উপস্থিত না হলে তার সদস্যপদ বাতিল হওয়ার সম্ভাবনা ছিল। শেষ মুহূর্তে তিনি উপস্থিত হলেন বৈঠকে। একসময় বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। এরপর বিজেপিতে যোগদানের পরে এই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিলেন।
Suvendu Adhikari
আরও পড়ুন : বেড়েছে দেওয়ালির চাহিদা, ব্যস্ততা তুঙ্গে কুমোর পাড়ায়
তার অনুপস্থিতির অভিযোগে দেড় বছর আগে বোর্ডের অন্যান্য সদস্যরা অনাস্থা প্রস্তাব এনে চেয়ারম্যান করা হয়েছে প্রদীপ পাত্র নামে বোর্ডের অন্যতম আরেক সদস্যকে। তবে পরিচালক বোর্ডের সদস্য রয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মতো পরিচালন বোর্ডের বৈঠক হলে তিনি উপস্থিত হন। গত ৩০ শে এপ্রিল বোর্ডের বৈঠকে শেষবার উপস্থিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মোবাইল ‘প্রাপ্তি’
আরও পড়ুন : কুড়মিদের ST তালিকাভুক্ত করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
তারপর থেকে চারবার বৈঠক হয়ে গিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। পঞ্চমবার না এলে তার সদস্য পদ বাতিল হওয়ার সম্ভাবনা ছিল। এদিল বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন খোঁজ-খবর নিয়েছেন ব্যাঙ্কের। বৈঠক শেষে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি জানিয়ে দেন, “আমি এখানে কোন উত্তর দেবো না।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali