Home » West Midnapore : দলে ‘অপছন্দের’ সুশান্ত ঘোষ হলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক

West Midnapore : দলে ‘অপছন্দের’ সুশান্ত ঘোষ হলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক

by Biplabi Sabyasachi
0 comments

Sushant Ghosh, who is ‘disliked’ in the party, is the CPM’s West Midnapore district secretary

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “আমি গ্রামের ছেলে। দলে হয়ত আমি পছন্দের নয়।” এমনই মন্তব্য করা সিপিএম নেতা সুশান্ত ঘোষ হলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক। বৃহস্পতিবার ডেবরাতে জেলা সম্মেলন থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি ছ’বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ছিলেন। 2011 সালে বেনাচাপড়া কঙ্কাল কান্ডে নাম জড়ায়। দীর্ঘদিন হাজতবাসের পর গত বিধানসভা নির্বাচনের আগে নিজের জেলায় ফেরার অনুমতি পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শালবনী বিধানসভা কেন্দ্রে।

আরও পড়ুন:- সরকারি শিক্ষাক্ষেত্র বেসরকারী হাতে! বিক্ষোভ মেদিনীপুরে

West Midnapore
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- দু’বছর পর আবার প্রাণবন্ত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ

পরাজিত হোন তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাত-র কাছে। তবে তাঁকে ঘিরে বিতর্কও রয়েছে। শালবনিতে ভোট প্রচারে গিয়ে তিনি হুমকি দেন, কারও গায়ে হাত পড়লে বাড়ি থেকে তুলে নিয়ে এসে হাত-পা ভেঙে দেবেন। চিকিৎসাও করাবেন তিনি। দলের মধ্যেও বাড়ছিল তাঁর দূরত্ব। তাহলে সুশান্ত ঘোষ পার্টির কাছে কি ব্রাত্য? তাঁর প্রতিক্রিয়া ছিল, হয়ত আমি পছন্দের নয়। আমি গ্রামের ছেলে। উচ্চ মাধ্যমিকের পর লাঙল ধরেছি। দল করেছি। দল থেকে সরিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা হয়েছে।

West Midnapore

আরও পড়ুন:- একেবারে অভিনব কায়দায় রন্ধনশালায় এসে এগরায় প্রচার করতে হাজির তৃণমূল প্রার্থী

Advertisement

আরও পড়ুন:- দলের নির্দেশ না মানায় পশ্চিম মেদিনীপুরে কুড়িজনকে বহিষ্কার করল তৃণমূল, বিজেপি চাইল জবাব

তবে তিনি অন্য দলে যে নাম লিখাবেন না তা পরিষ্কার করে তিনি বলেন, যাকে আদর্শগত অপছন্দ করি কিছু পাওয়ার জন্য সেখানে যাব, এই বিচ্যুতি যেন আমার না আসে। দলের অবনতি নিয়েও তিনি শীর্ষ নেতাদের জানিয়েছেন। কিন্তু তাঁর কথা কেউ শোনেনি। আক্ষেপ করে তিনি বলেন, “আগেও আমার কথা কেউ শোনেনি। সংসারের হাল ধরার ক্ষেত্রে যদি যোগ্য গৃহকর্তা হয়, তাহলে সুখ-দুঃখের মধ্যে এগিয়ে যায়।

আরও পড়ুন:- মেদিনীপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে ভোট প্রার্থনায় হাজির বিজেপি প্রার্থী

Advertisement

আরও পড়ুন:- ভালোবাসার দিনে গাছে ফুলের মালা পরিয়ে বাঁচানোর শপথ শালবনীতে

সর্বনাশ হতে যাচ্ছে, আমি এমন ব্যাখ্যা করে বলেছিলাম দলের এক শীর্ষ নেতাকে। তা ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পরেই টের পাওয়া গিয়েছিল। দলের মধ্যেই নানা অভিমানের পর সেই সুশান্ত ঘোষ হলেন এবার জেলা সম্পাদক। তিনি বলেন, সারা পৃথিবীতে যত আদর্শ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ বামপন্থা। এর কোনও বিকল্প নেই। তবে তার জন্য দরকার যোগ্য নেতৃত্বের।

আরও পড়ুন:- সাত ঘণ্টা পর শালবনীতে কুঁয়ো থেকে হাতিটিকে উদ্ধার করল বন দফতর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

West Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.