Home » ​মাইক্রো কন্টেইনমেন্ট এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে রাতে মেদিনীপুর শহরের রাস্তায় পুলিশ সুপার ও জেলা শাসক

​মাইক্রো কন্টেইনমেন্ট এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে রাতে মেদিনীপুর শহরের রাস্তায় পুলিশ সুপার ও জেলা শাসক

by Biplabi Sabyasachi
0 comments

Medinipur zone

আরও পড়ুন ঃপূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে পালিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’- এর পঞ্চম বর্ষপূর্তি

পত্রিকা প্রতিনিধি: রাজ্যের জেলাগুলির মধ্যে করোনা (Corona) সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাতে ৫৩ টি মাইক্রো কন্টেইনমেন্ট (Micro Containment Zone) জোন তৈরি করা হয়েছে।

নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের (Medinipur Town) চারটি ওয়ার্ড মাইক্রো কন্টেইনমেন্ট জোনের অন্তর্ভুক্ত। রয়েছে কড়া বিধিনিষেধ। বৃহস্পতিবার রাত্রি দশটার পর এই সমস্ত বিভিন্ন জোনে বেরিয়ে পরিস্থিতি ক্ষতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার (superintendent of police) ও জেলা শাসক। অনেক রাত পর্যন্ত ঘুরে কথা বললেন বিভিন্ন বাড়ির লোকজনের সঙ্গেও। জেলা শাসক (District Magistrate) ডঃ রশ্মি কমল (Dr. Rashmi Komal) জানিয়েছেন, সংক্রমণ আটকাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। জেলাতে রোজ আড়াই থেকে তিন হাজার করোনা পরীক্ষা (Corona Test) হচ্ছে। কমিউনিটি টেস্ট (Community Test) ও গ্রামে গিয়েও পরীক্ষা করা হচ্ছে। কন্টেইমেন্ট জোনগুলিতে (Containment Zone) কড়া নজরদারি রয়েছে পুলিশের। প্রতি জোনে পুলিশ নজরদারি ছাড়াও সংক্রমিত পরিবারগুলিকে চিহ্নিত করে প্রয়োজন অনুসারে সামগ্রী দিতে বিশেষ স্টিকার লাগানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুুপার দীনেশ কুমার (Dinesh Kumar)।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে জেলাতে ৮০৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এরমধ্যে ১৬৯ জন মেদিনীপুর শহরের (Medinipur Town) বাসিন্দা। সংক্রমণের তালিকাতে দেখা গিয়েছে মেদিনীপুর শহরেই সংক্রমিত এপর্যন্ত ৯০০১ জন। মৃত্যু হয়েছে ৭৬ জনের। পুরো জেলা হিসেব করলে সপ্তাহিক জেলার গড় সংক্রমণ প্রায় ৮০০। ফলে পরিস্থিতি উদ্বেগের বলেই মনে করছেন আধিকারিকরা ৷ মাইক্রো কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া বিধিনিষেধ জারি থাকবে ১৫ জুলাই পর্যন্ত।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur zone

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.