Home » Kickboxing Competition : রাজ্য কিক বক্সিংয়ে সাফল্য পূর্ব মেদিনীপুরের, ঝুলিতে ৭টি সোনা, ৮ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ

Kickboxing Competition : রাজ্য কিক বক্সিংয়ে সাফল্য পূর্ব মেদিনীপুরের, ঝুলিতে ৭টি সোনা, ৮ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আত্মরক্ষা ও শরীর মজবুত রাখতে কিক বক্সিং একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যস্তরে পূর্ব মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করলেন প্রতিযোগিরা। গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত দূর্গাপুরের সিধুকানু স্টেডিয়ামে WAKO ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য কিকবক্সিং প্রতিযোগিতা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘দুর্নীতি’-র অভিযোগ পশ্চিম মেদিনীপুরে! কাঠগড়ায় তৃণমূল নেতা

Kickboxing Competition
নিজস্ব চিত্র : রাজ্য কিক বক্সিংয়ে সাফল্য পূর্ব মেদিনীপুরের

পূর্ব মেদিনীপুর জেলার মোট ৫০ জন প্রতিযোগীর মধ্যে ২৪জন প্রতিযোগী রাজ্যস্তরে খেলার ছাড়পত্র পেয়েছিলেন। জেলার স্পোর্টস কিকবক্সিং এসোসিয়েশনের প্রশিক্ষকরা বাছাই করে প্রতিযোগীদের রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠান। ২৪ জন প্রতিযোগীর মধ্যে ২৩ জন পদক অর্জন করে।যার মধ্যে সোনা পেয়েছে ৭ জন,রুপো ৮জন বাকিরা ব্রোঞ্জ পয়েছে।সোমবার দুপুরে প্রতিযোগীরা বাড়ি ফেরেন।এক সাথে এতোগুলো পদক পাওয়ায় খুশি এলাকার মানুষ থেকে অভিভাবকরা।

আরও পড়ুন : খড়্গপুর পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল, গ্রেফতার ৫ দুষ্কৃতী

Advertisement

এদিন প্রতিযোগী ও প্রশিক্ষক বিধান জানাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রতিযোগী,অভিভাবক থেকে স্থানীয় মানুষজন। প্রশিক্ষক তথা সংস্থার সম্পাদক বিধান জানা জানান,জেলার ইন্টার ক্লাব প্রতিযোগীতায় যারা সুযোগ পেয়েছিল তাদের মধ্যে থেকেই ৫০ জন প্রতিযোগীদের নিয়ে বাছাই করা হয়। ২৪ জন প্রতিযোগী রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন : “পার্থ চ্যাটার্জীর কোমরে দড়ি বেঁধে টানছে সিবিআই” প্রতীকী সাজে বিতর্ক মেদিনীপুরে

তাদের মধ্যে ২৩ জন পদক অর্জন  করেছে।ওদের সাফল্যে খুব ভালো লাগছে। আগামী মাসে কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। সেই প্রতিযোগীতায়  জেলার সোনা ও রুপো পদক প্রাপ্তরা অংশগ্রহণের সুযোগ পাবে।এখন জাতীয় স্তরে সকলে সোনা পেয়ে যাতে আন্তর্জাতিক স্তরের খেলায় অংশগ্রহন করতে পারে সেজন্য এখন থেকে প্রশিক্ষণ শুরু করেছে পড়ুয়ারা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kickboxing Competition

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.