Midnapore Municipality : পুজো বাকি নেই আর একমাসও। তার আগে বিভিন্ন ব্যবসায়ী সংস্থার পক্ষ থেকে চলছে বিজ্ঞাপনী প্রচার। মেদিনীপুর শহরজুড়ে চলছে মাইকিং। যার জেরে সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। এমনই অভিযোগ পেয়ে প্রচারের মাইকিং গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল মেদিনীপুর পৌরসভা। বেশ কয়েকটি গাড়ি আটক করেছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুজো বাকি নেই আর একমাসও। তার আগে বিভিন্ন ব্যবসায়ী সংস্থার পক্ষ থেকে চলছে বিজ্ঞাপনী প্রচার। মেদিনীপুর শহরজুড়ে চলছে মাইকিং। যার জেরে সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। এমনই অভিযোগ পেয়ে প্রচারের মাইকিং গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল মেদিনীপুর পৌরসভা। বেশ কয়েকটি গাড়ি আটক করেছে।
পুজোর সময় যথেচ্ছ হারে বিজ্ঞাপনী প্রচারের মাইকিং শহরে। এবার কড়া হাতে দমন করতে উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা। বিদ্যালয়গুলিতে পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা বিজ্ঞাপনের জন্য মাইকের যথেচ্ছ সাউন্ড দিয়ে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ। পৌরসভা থেকে জানানো হয়েছে বিনা অনুমতিতে এরকম মাইকিং চলবে না। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত দু’দিনে বেশ কয়েকটি মাইক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : “পৌরপিতা আমরা কি পানীয় জল পাব না!” জলের পাত্র নিয়ে মেদিনীপুর পৌরসভার সামনে বিক্ষোভ
আরও পড়ুন : বনদপ্তরের জায়গার উপর অবৈধ বাড়ি নির্মাণ ভেঙে দিলেন বনকর্মীরা, কেশপুরে ফের বাজেয়াপ্ত গাছের গুড়ি
পৌরপ্রধান সৌমেন খান বলেন, “সমস্ত বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু আমরা দেখছি ব্যবসায়ীরা যেভাবে মাইক ব্যবহার করছেন একদম সকাল থেকে রাত পর্যন্ত। এতে পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এটা একটা নিয়ম করে করার জন্য পৌরসভা বিজ্ঞপ্তি জারি করেছে। যাতে মাইকটা পৌরসভা ও প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ম মেনে চলে। না হলে প্রশাসনের পক্ষ থেকে মাইক এবং গাড়ি সিজ করা হবে।”
আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের
আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper