Home » পর্যটন শূন্য দীঘায় প্রবল জলোচ্ছ্বাস

পর্যটন শূন্য দীঘায় প্রবল জলোচ্ছ্বাস

by Biplabi Sabyasachi
0 comments

Digha Beach

আরও পড়ুন ঃরেল শহর খড়গপুরে ফের দুঃসাহসিক চুরি , তদন্তে পুলিশ

পত্রিকা প্রতিনিধিঃ সৈকত নগরী দীঘার পর্যটনে এখন ছেয়ে গিয়েছে কারোনার কালো মেঘ। শুনশান সৈকত নগরী দীঘা। ওল্ড থেকে নিউ দীঘা। পর্যটকশূন্যতার চিত্রটা একেবারে স্পষ্ট। তবে বৃহস্পতিবার পর্যটক শূন্য দীঘায় সকাল থেকে হঠাৎই  দেখা মিলল প্রবল জলোচ্ছ্বাস। আর এই প্রবল জলোচ্ছ্বাসের দেখা মিললেও হুড়োহুড়ি নেই পর্যটকদের। তবে পর্যটকদের আওয়াজ , উন্মাদনা শোনা  না গেলেও শোনা গিয়েছে সমুদ্রের গর্জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কে দীঘার সমুদ্রের ঢেউ দেখার পর্যটক একেবারেই নেই বললেই চলে। তবে পর্যটকহীন একাকী দীঘার সমুদ্র গর্জে চলেছে। উপর্যুপরি জলোচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকত পাড় ভিজিয়ে চলেছে বিরামহীন ভাবে। তবে এমন অপরূপ সৌন্দর্য থেকে কার্যত বিরত থাকতে হল পর্যটকদের। কারণ দীঘার ঢেউ যেভাবে ফুলে ফেঁপে উঠেছে তাঁর থেকে ভয়ঙ্কর রূপ ধারন করে নিত্যদিন সংক্রমনের সংখ্যা বৃদ্ধির সাথে মৃত্যু মিছিল অব্যাহত করে দিয়েছে করোনা । যার ফলে বাধ্য হয়েই ভোটের মাঝেই ফিরে গিয়েছিলেন সমস্ত পর্যটক। পর্যটক শূন্য দীঘা সৈকত নগরী। তারই মাঝে জলোচ্ছ্বাস সুন্দর হলেও করোনা আবহে তার আমেজ নষ্ট হয়ে গিয়েছে। আর সেই আনন্দ উপভোগ করতে পারছেন না কেউই। তবু ফাঁকা সমুদ্র সৈকতে নির্জনে একটু ঘুরে বেড়ানো, একটু সময় কাটানো যেন আলাদা মাত্রা জোগায়। যদিও করোনা পরিস্থিতিতে দীঘা প্রশাসনের তরফে জোর কদমে চলছে কড়া নজরদারি ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Digha Beach

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.