পত্রিকা প্রতিনিধি: করোনা নিয়ে উপযুক্ত নিরাপত্তা চাই ,মুখে করোনা যোদ্ধা বলা হলেও তাদের বেতন বাড়ানো হচ্ছে না ,কাজের মেয়াদ অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি প্রভৃতি বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীরা শুক্রবার সকাল থেকে কাজ করা বন্ধ করে দিলেন । তাদের দাবি পারস্পরিক আলোচনার ভিত্তিতে পুরসভা যেনো তাদের দাবিগুলো মিটিয়ে দেয়ার ব্যবস্থা করে । মেদিনীপুর পুরসভার এক কর্মী করোনা আক্রান্ত , বৃহস্পতিবার থেকে পুরসভা বন্ধ করা হয়েছে । পানীয় জল নিকাশি বিদ্যুৎ প্রভৃতি জরুরী পরিষেবা ছাড়া সমস্ত বিভাগ আপাতত বন্ধ রয়েছে । পুরসভার সমস্ত কর্মীদের করোনা নিয়ে নিরাপত্তা থাকলেও একমাত্র ব্রাত্য সাফাই কর্মীরা । তাই তারা কর্মবিরতী শুরু করেছেন । শুক্রবার সকালে সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখে পুরসভার সামনে বিক্ষোভ দেখান ,কিন্তু পুরসভায় স্যানিটাইজ করা হবে বলে সাফাই কর্মীরা বিদ্যাসাগর বিদ্যাপিঠ (বাংলা স্কুলের) মাঠে বসে নিজেদের দাবি নিয়ে আলোচনা করেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সে বিষয়ে আলোচনা হয় । এদিকে সাফাই কর্মীদের কর্মবিরতী তে পুর পরিষেবা লাটে উঠেছে ।
0
previous post