পত্রিকা প্রতিনিধি : মাটি খুড়তে গিয়ে উদ্ধার হলো মাথার খুলিসহ বেশকিছু হাড়গোড় । শনিবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৭ নং গোবর্ধনপুর অঞ্চলের রাত্রাপুর গ্রামে। স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে ১০০ দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে মাটি কাটার সময় মাটির নিচ থেকে একটি মাথার খুলি ও কিছু হাড়গোড় উদ্ধার হয়। ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তবে তা কোনো মানুষের না প্রাণীর তা খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ । খবর পেয়ে পিংলা থানার পুলিশ এটি উদ্ধার করে নিয়ে যায়। শুধু তাই নয়, খুলির রঙ টিও কালচে। যা থেকে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান পাশে থাকা শ্মশানে কোন শব দাহ করার সময় পুরোপুরি দাহ না হওয়ায় রয়ে যেতে পারে এটি।পিংলা থানার পুলিশ খুলি ও হাড়গোড় উদ্ধার করে নিয়ে গিয়েছে ।
0
previous post