Home » বিজেপিতে শিশির, এগরায় এসে সোনার বাংলা তৈরির প্রতিশ্রুতি অমিত শাহর

বিজেপিতে শিশির, এগরায় এসে সোনার বাংলা তৈরির প্রতিশ্রুতি অমিত শাহর

by Biplabi Sabyasachi
0 comments

BJP

আরও পড়ুন ঃভগবানপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান

পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে নির্বাচনের দিন এগিয়ে আসতেই বঙ্গ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। আর এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থীর অরুপ দাশে’র সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার এগরার মাটিতে প্রথম পা রাখলেন  অমিত শাহ। তবে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে  শাহের মঞ্চে বিজেপিতে যোগদান করলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তবে এবারের নির্বাচনে বিজেপি গোটা বঙ্গকে পাখির চোখ করলেও, বিশেষ নজর রয়েছে দুই মেদিনীপুর জেলায়।

এদিন  মমতা’কে নিশানা করে অমিত শাহ  বলেন, বাংলায় দুর্গাপুজো এবং সরস্বতী পুজোর জন্য আদালতে যেতে হয়। বিজেপি ক্ষমতায় এলে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো আটকাবে না। মমতাদিদি চান যে ভাইপো মুখ্যমন্ত্রী হোক। আর মোদীজি চান যে সোনার বাংলা গড়ে উঠুক। পাঁচ বছরের মধ্যে আমরা সোনার বাংলা তৈরি করব। বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন তৈরি হবে। আর ২ মে তৃণমূল সরকার বাংলা থেকে চলে যাবে। মমতাদিদি কি পাঁচ বছরে অনুপ্রবেশকারীদের তাড়াতে পেরেছেন? নরেন্দ্র মোদীদের জিতিয়ে দিন, আমরা বাংলাকে অনুপ্রবেশকারীমুক্ত করে দেব।তাছাড়া বিজেপি কর্মীদের যারা অন‍্যায় ভাবে মেরেছে পাতাল থেকে বের করব। খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাব।‘এবার তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে।’

তিনি আরও বলেন, কেন্দ্রীয় প্রকল্পের আওতায় মমতাদিদি যে ১৮,০০০ টাকা আটকে দিয়েছেন, তার পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে চাষিদের বছরে ১০,০০০ টাকা দেওয়া হবে। মৎস্যজীবীদের বছরে ৬,০০০ টাকা দেওয়া হবে। সপ্তম বেতন কমিশন লাগু করা হবে। শিক্ষকদের বেতন বাড়ানো হবে। মাহিষ্য সমাজকে ওবিসি শ্রেণির আওতায় আনা হবে। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। বাংলাভাষী শিক্ষককে পুলিশ গুলি করেছে।মমতার কাছে ভাইপোর কাটমানি আসে। তাই আপনার কাছে ছোট হলেও মানুষের কাছে ৫০০ টাকা অনেক বড়। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করেছিল তৃণমূল। সবাই ভোট দিতে পারে, এমন ব্যবস্থা চাই। তাছাড়া আগেও অনুপ্রবেশ হত, এখনও হচ্ছে। মমতা অনুপ্রবেশ থেকে রাজ্যকে মুক্ত করতে পারবেন না? ‘মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি। দিদি বলেছিলেন পরিবর্তন করব। কিন্তু পরিবর্তন হয়নি।  আপনারাই বলুন পরিবর্তন হয়েছে?’ পাশাপাশি তিনি আরও বলেন, মাহিষ্যদের সংরক্ষণ থেকে শুরু করে , সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেবে বিজেপি। এছাড়াও সপ্তম পে কমিশনের লাভ রাজ্যের সরকারি কর্মচারীরা পান, তার বন্দোবস্ত বিজেপির সরকার করবে বলে জানিয়েছেন অমিত শাহ।

পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল এমনই মন্তব্য করে শিশির অধিকারী বলেন, দীর্ঘ দিন ধরে আমি এই জেলার মানুষের সঙ্গে আছি , থাকব। এটা ইজ্জতের লড়াই। নন্দীগ্রামে জিতবেন শুভেন্দুই। পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল।” আপনাদের আশীর্বাদ নিয়ে বিজেপি পার্টিকে সমৃদ্ধ করতে হবে। আপনাদের শুভবুদ্ধি দিয়ে এই জেলাকে, বাংলাকে রক্ষা করুন। অত্যাচার, অবিচারের হাত থেকে বাংলাকে বাঁচাবেন, এই প্রার্থনা করে জানাই, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা এগিয়ে চলুন। ” চিরকাল যুদ্ধ করেছি আবার করব। তিনি আরও বলেন যে, বিজেপি তাঁকে ডেকেছে বলেই তিনি এসেছেন। এলাকার উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন। বিজেপি আছে কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সরকার চাইলে কি করতে পারে? তা তিনি জানেন। এরপরে তিনি জানান যে, সব পরিষ্কার হবে। বিজেপি সব জায়গায় জিতবে।

পাশাপাশি তৃণমূল ছাড়ার পূর্বে তিনি কি তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? এর উত্তরে তিনি জানালেন, সবসময় মুখ্যমন্ত্রী বলছেন গদ্দার, মীরজাফর, চোর। যা আছে, যত রকম ভাষা আছে বলছেন তিনি। তাঁর সঙ্গে কি কেউ কথা বলে?

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP

BJP

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.