পত্রিকা প্রতিনিধিঃ শুভেন্দু ও সৌমেন্দু অধিকারী তৃণমূল দল থেকে পদত্যাগ করতেই ধীরে ধীরে অধিকারী পরিবারের ডানা ছাঁটা শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। আর এই পরিস্থিতিতে “বাংলা নিজের মেয়েকেই চায় ” আসন্ন বিধানসভা নির্বাচনে এই শ্লোগানকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমতাবস্থায় মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকায় তারই আনুষ্ঠানিক সূচনা ও সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। আর সেই সাংবাদিক সম্মেলনের আগে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শিশির অধিকারীর ছবি থাকলেও সাংবাদিক সম্মেলন শুরুর আগে তা সরিয়ে ফেলা হয়। তবে কেন সেই ছবি সরানো হল তা নিয়ে অবশ্য কোন মন্তব্য করতে চাননি খেজুরির তৃণমূল নেতারা।
জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র বলেন , এই ঘটনার আমার জানা নেই। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে খেজুরির কোন কার্যালয় থেকে উনার ছবি সরানো হয়েছে তা আমি খোঁজ না নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ।
তবে এবিষয়ে বরিষ্ঠ তৃণমূল নেতা শিশির অধিকারী বলেন , আমার আহ্বানও নেই , বিসর্জনও নেই , ত্যাগও নেই , পরিত্যাগও নেই। শুভেন্দু অধিকারী দল থেকে পদত্যাগ করার পর থেকেই আমার বাড়ির চারিদিকে মাইক লাগিয়ে আমাদের’কে গালাগালি দেওয়া শুরু করেছে। এই দলে ছোটো লেকেরাই আছে, দলের কোনো ভদ্র লোক নেই। ভদ্র লোকেরা দল থেকে চলে যাওয়ার পর থেকেই যা হওয়ার তাই হচ্ছে, গালাগালি করছে। তাছাড়া আমার ছবি সরালো বা যাই হোক না কেন তাতে আমি কোনো মন্তব্য করতে চাই না।