পত্রিকা প্রতিনিধি : ফের হানা দিয়ে অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। লালগড় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছেন। আবগারি দফতর ও লালগড় থানার পুলিশ। এদিন অভিযান চালানো হয় পূর্ণাপানি,বেলডাঙ্গা,ধানসোল,আমডাঙ্গা এলাকায়। আবগারি দপ্তর জানিয়েছে, বেআইনিভাবে মদ তৈরির ১২০ লিটার চোলাই মদ ও ৬০০ লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। অপরদিকে হানা দিয়ে অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। ঝাড়গ্ৰাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছেন। আবগারি দফতর ও ঝাড়গ্ৰাম থানার পুলিশ। এদিন অভিযান চালানো হয় কলাবনি,খুটাডিহি,কাসিয়া এলাকায়। আবগারি দপ্তর জানিয়েছে, বেআইনিভাবে মদ তৈরির ২৬০ লিটার চোলাই মদ ও ১০০০ লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে।
0