flood, jhargram flood, sankrail flood, subarnarekha river flood, dulung river flood, bengali flood news, latest bengali news
পত্রিকা প্রতিনিধি: এলাকার বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খালের নদীর জলে তলিয়ে গেলেন তিন যুবক। গ্রামবাসীর চেষ্টায় দুজন কে উদ্ধার করা গেলেও একজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন- জেলায় বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি, শুধুমাত্র করোনা জয়ীদের জন্য
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঘটনা। কুচলাদাঁড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ ৩ যুবক তলিয়ে যায় কুচলাদাঁড়ি ব্রিজে নিচে।দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন কুঁকড়াখুপি গ্রামের বাসিন্দারা দুজন যুবককে উদ্ধার করলেও, শম্ভু মাইতি (পটল ) নামে ওই যুবক কে খুঁজে পাওয়া যায় নি। তিন যুবকের বাড়ি সাঁকরাইল ব্লকেরকুঁকড়াখুপী ও রগড়া তে বলে জানা গেছে।ঘটনাস্থলের সাঁকরাইল থানার পুলিশ নিখোঁজ শম্ভু মাইতির খোঁজ চালাচ্ছেন ।
বাকি দুই যুবক স্থিতিশীল হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে আনা হয়।ইতি মধ্যে ১৫ জনের বিপর্যয় মোকাবিলা দলের প্রতি নিধীরা স্প্রীট বোড দিয়ে খাল ও সূবর্ণরেখার মিলন স্তরে তল্লাশী চালাছে।ঘটনার ৪ ঘন্টা পর প্রশাসনের আধীকারিকরা এলে খোভে ফেটে পড়েন গ্রামের মানুষ।খবর দেবার পরে এত দেরি করে এসে বিডিও আশায় উত্তপ্ত হয়ে পড়ে গ্রামের মানুষ পরিস্থিতি সামাল দিতে আরো পুলিশ ফোস পৌছয় ঘটনাস্থলে ।গত দু দিনের বৃষ্টি আর নিম্ন চাপের ফলে নদীর জল বেড়েছে আর গালুডি জলাধার থেকে ৯০ কিউশেখ জল ছেড়েছে ।যার ফলে বিভিন্ন নদী, নালা ,খাল,বিলে জল থৈ থৈ করছে ।আশঙ্কায় রয়েছে অধী কাংশ নদী পার্শ বর্তী গ্রামের মানুষ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi