পত্রিকা প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার মনিদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের এক যুবকের করোনা পজেটিভ ধরা পড়ে শুক্রবার। ঐ যুবক গুজরাটে কাজ করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে কোয়ারেন্টাইনে ছিল। তাঁকে মেদিনীপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পজেটিভ ধরা পড়ার পরই শুননান পুরো এলাকা। ঐ গ্রামটিকে ঘিরে ফেলা হয়েছে পুলিশের ব্যারিকেট দিয়ে। বন্ধ করা হয়েছে ঐ গ্রামের ভেতরে প্রবেশ করার রাস্তা। মোতায়েত রয়েছে গুড়গুড়িপাল থানার পুলিশ। গুড়গুড়িপাল থানার ওসি রবি স্বর্ণকার, উপপ্রধান অঞ্জন কুমার বেরা ও পঞ্চায়েতের ভিআরপি কর্মীরা ঐ গ্রামে গিয়ে দমকলের সাথে জীবানুনাশক স্প্রে করার কাজে সহায়তা করেন। মনিদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জন কুমার বেরা বলেন, এলাটিকে বাফার জোন ঘোষণা করা হয়েছে। সমস্ত রকম সচেতনতা অবলম্বন করা হয়েছে। দমকলের কর্মীরা এসে জীবানুনাশক স্প্রে করেছেন। তবে ঐ এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিস থাকায় কাজে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এলাকার আরও বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে।