0
পত্রিকা প্রতিনিধিঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো সমর্থক। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক মৃগেন মাইতি। শনিবার মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনই ৭ নম্বর অঞ্চলের প্রায় দু’হাজার দুঃস্থকে দুপুরের আহার দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে । এদিন এই এলাকায় যে সব ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদেরকে ত্রিপল দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে কলসিভাঙা সংসদের বিজেপির বুথ সভাপতি লক্ষ্মীকান্ত দাস সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাঁর বক্তব্য, মানুষের পাশে থেকে কাজ করার জন্যই দিদির দলে সামিল হয়েছি। কর্মসুচিতে ছিলেন নির্মাল্য চক্রবর্তী, স্নেহাশিস ভৌমিক প্রমুখ।