RTPCR test
আরও পড়ুন ঃ–ঝাড়গ্রামের চাঁদাবিলায় গৃহবধূ খুন, এলাকায় চাঞ্চল্য , ঘটনাস্থলে পুলিশ
পত্রিকা প্রতিনিধি : ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (Jhargram Super Speciality Hospital) করোনা টেস্ট (Corona Test) এর জন্য আর টি পি সি আর (RTPCR) ল্যাব তৈরির জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর অনুমতি দিয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি (Microbiology Department) বিভাগের বিভাগীয় প্রধান এর নেতৃত্বে এক প্রতিনিধি দল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল এসে বিষয়টি খতিয়ে দেখেন।
ওই প্রতিনিধি দলের সাথে ছিলেন গোপীবল্লভপুর (Gopiballvpur) এর বিধায়ক (MLA) ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো (Khagendranath mahata), ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ইন্দ্রনীল সরকার (Indranil Sarkar) সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক গন। ঝাড়গ্রাম (Jhargram)সুপার স্পেশালিটি হাসপাতাল করোনা টেস্ট এর জন্য ওই ল্যাব টি তৈরি করা হবে। যে জায়গায় ল্যাব টি তৈরি করা হবে সেই এলাকাটি ঘুরে দেখে প্রতিনিধিদলটি। তারা বিষয়টি রাজ্যের স্বাস্থ্য দপ্তর কে জানাবেন।
খুব শীঘ্রই ল্যাব তৈরির কাজ শুরু হবে বলে জানান গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।তিনি বলেন আগে করোনা টেস্ট করতে মানুষকে সমস্যায় পড়তে হতো। মেদিনীপুর (Paschim Medinipur) ও বাঁকুড়ায় (Bankura) গিয়ে টেস্ট করাতে হতো। যার ফলে রিপোর্ট পেতে দেরি হতো। কিন্তু করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) আসার আগে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে (Jhargram Super Speciality hospital) করোনা টেস্টের জন্য ল্যাপ তৈরির কাজ সম্পন্ন হবে। খুব কম সময়ের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম(Jhargram) সুপার স্পেসালিটি হাসপাতালে ওই ল্যাব তৈরি করার জন্য অনুমতি দিয়েছেন। তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান ।এর ফলে ঝাড়গ্রাম জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলেও তিনি জানান।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
RTPCR test
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore