বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: মেদিনীপুর শহরের উপকন্ঠে জাতীয় সড়কে ভয়াবহ পথ-দুর্ঘটনায় মৃত্যু স্কুটি আরোহীর। মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন হোসনাবাদ এলাকায় ৬০নং জাতীয় সড়কের উপর ভয়াভহ পথ-দুর্ঘটনায় মৃত্যু হল তরুণীর। মৃত ওই তরুণীর নাম-পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। রবিবার রাত্রি পৌনে ৯টা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই রাত্রি ৯টা ১৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় বলে পুলিশ ও হাসপাতালের সূত্রে জানা গেছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ব্যাগ কুড়িয়ে দুই যুবক জমা দিয়েছিলেন থানায়, ফেরত পেলেন মহিলা
স্থানীয় সূত্রে খবর, মাঝবয়সী ওই মহিলা স্কুটি চালিয়ে খড়্গপুরের দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়ক ধরে উল্টোদিক থেকে (খড়্গপুর থেকে মেদিনীপুরের দিকে) আসছিল একটি ট্রাক। রাত্রি সাড়ে আটটা নাগাদ ধর্মা সংলগ্ন হোসনাবাদ এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাতেই মারাত্মকভাবে জখম হন ওই মহিলা।

তাঁকে রক্তাক্ত ও জখম অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে কোতোয়ালী থানার পুলিশ।

দুর্ঘটনার পরই জ্ঞান হারিয়েছিলেন তিনি। তাই মহিলার নাম-পরিচয় উদ্ধার করা এখনও সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। ঘাতক ট্রাকের খোঁজ শুরু করা হয়েছে পুলিশের তরফে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road accident
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper