Home » কোলাঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রীর

কোলাঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রীর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: সাত সকালে খড়গপুর- কলকাতা জাতীয় সড়কের কোলাঘাট থানার বড়দাবাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অলটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান যে খড়্গপুর থেকে কলকাতা যাওয়ার পথে বড়দাবাড়ের কাছে একটি অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ি থেকে ছিটকে রাস্তার ধারে পড়ে যায় এক কলেজ ছাত্রী। গাড়ি থেকে ছিটকে কিছুটা দূরে রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় গাড়িচালককে। আমরা এসে দেখি ওই ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গাড়ি থেকে একটি ডায়েরি পাওয়া যায়।আর তার থেকে জানা যায় যে মেয়েটির প্রথম বর্ষের ছাত্রী নাম (২০) বছরের সুস্মিতা পাড়ই। তবে ওই ছাত্রীর ঠিকানা এখনো জানা যায়নি। Kolaghat Accident, Kolaghat Accident, Kolaghat Accident, purba medinipur bengali news, road accident at kolaghat, biplabi sabyasachi news

আজকের পত্রিকা- ৩ নভেম্বর ২০২০, বাং- ১৭ কার্ত্তিক ১৪২৭

কোলাঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রীর

অপরদিকে গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতলে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর অভিযোগ করে যে দীর্ঘ ক্ষণ রাস্তার ধারে দুর্ঘটনার কবলে পড়ে থাকার সত্বেও কোনো ট্রাফিক কিংবা টহলদারি পুলিশকে দেখা যায়নি। দুর্ঘটনার ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ আসে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালক সহ মৃত ছাত্রীকে পাঁশকুড়ার হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায় বলে জানা যায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.