ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: জাতীয় সড়কের উপর দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির মধ্যে থাকা চালক সহ তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার নেকুড়সেনী এলাকায়। জানা গিয়েছে এদিন একটি মাল বোঝাই কন্টেনার গাড়ি খড়্গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় একই দিকে যাওয়া পেছনে থাকা একটি গাড়ি ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িটি জাতীয় সড়কের ধারে থাকা একটি দোকান ঘর ভেঙ্গে উল্টে পড়ে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক ও দোকান ঘরে থাকা তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানান” কন্টেনার গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা ইলেকট্রিক পোস্ট ও দোকান ঘরে ধাক্কা মেরে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বেলদা থানা পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দিকে উদ্ধার করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে।