0
পত্রিকা প্রতিনিধি : দাসপুরে খাল থেকে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য,উদ্ধার করলো পুলিশ।দাসপুর ২ গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশের খাল থেকে উদ্ধার হয় দাসপুর থানার সুজানগর গ্রামের বাসিন্দা পেশায় চা ব্যবসায়ী বছর ৩৬ এর দিলীপ দাসের। শনিবারের সকালে তাঁর দেহ ওই খালে ভেসে উঠতে দেখে দাসপুর পুলিশে খবর দিলে পুলিশ সে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতের স্ত্রী জানান,শুক্রবারের রাত থেকে তাঁর স্বামী নিখোঁজ ছিলেন।রাত সাড়ে ৯টা থেকে তাঁর মোবাইল বন্ধ ছিলো। আজ সকালে স্বামীকে এভাবে মৃত অবস্থায় দেখবেন তিনি ভাবতে পারেন নি।প্রাথমিক ভাবে পুলিশের ধারনা মদ্যপ অবস্থায় কোনোভাবে জলে পড়েই এই মৃত্যু।তবে ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর।থানার পুলিশ।