Home » Medinipur : মেদিনীপুরে ১১ টাকা গুরুদক্ষিনায় দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়া-আঁকার তালিম

Medinipur : মেদিনীপুরে ১১ টাকা গুরুদক্ষিনায় দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়া-আঁকার তালিম

by Biplabi Sabyasachi
0 comments

Reading and drawing training for destitute students at Gurudakshina for Rs 11 in Medinipur

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১১ টাকার পাঠশালা শুরু হল লোধা শবর এলাকায়। উদ্যোক্তা কয়েকজন উদ্যমী যুবক যুবতী ও গবেষক। Covid মহামারীতে মেদিনীপুরের ফুলপাহাড়ি এলাকায় লোধা শবর পাড়ায় পরিদর্শনে নেমেছিলেন কয়েকজন উদ্যমী গবেষক যুবক যুবতী। এই এলাকার গরিব মানুষেরা করোনাকালে বিপর্যস্ত হয়ে কিছুতেই তার বাচ্চাদের পড়াশোনা করাতে পারছেন না।

বরং এই দুবছরে বিপর্যস্ত হয়ে তাদের ছেলেদের কাজে পাঠিয়ে দিয়েছে মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে।এই অবস্থায় তাদের আবার স্কুলমুখী করতে এই শিক্ষকেরা শুরু করলেন ১১ টাকার পাঠশালা। এলাকার গাছপালার নিচে শান্ত পরিবেশে গুনগুন, সম্রাট, সৌভিক ও বিশ্বজিৎ-রা শুরু করলেন এই পাঠশালা। যদিও সহযোগিতায় ডক্টর আম্বেদকর ফর সোসিও ইকোনমিক ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলপমেন্ট। প্রায় ছয় মাস আগে শুরু এই পাঠশালার বর্তমান স্টুডেন্ট সংখ্যা শতাধিক।

Advertisement

একদম নিচু ক্লাস থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেয়া হচ্ছে পড়াশোনা। শুধু পড়াশোনা নয় সে তার সঙ্গে কারিগরি শিক্ষা এবং মানসিক বিকাশের জন্য দাবা লুডু অংকন নাচ-গানসহ কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের। মূলত কৌশিক, সম্রাট, গুনগুন, দেবারতি, বিশ্বজিৎ, সৌরভ,স্বর্ণালী সহ প্রায় ৮ -১০জন উদ্যমী তরুণ গবেষক একদম হাজির হয়েছেন তাদের পাড়ায় আর সকাল-সন্ধে দিয়ে চলেছেন তাদের টিউশনি তাও ১১ টাকায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.