Paschim Medinipur : দুয়ারে রেশন থেকে চাল বস্তা চুরির চেষ্টার অভিযোগ। অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যদিও যুবক হাতেনাতে ধরা পড়ে যায়। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির লেঙ্গামারা এলাকায় বুধবার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুয়ারে রেশন থেকে চাল বস্তা চুরির চেষ্টার অভিযোগ। অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যদিও যুবক হাতেনাতে ধরা পড়ে যায়। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির লেঙ্গামারা এলাকায় বুধবার। স্থানীয় সূত্রে খবর, এদিন এলাকায় ছিল দুয়ারে রেশন।
আরও পড়ুন : “পৌরপিতা আমরা কি পানীয় জল পাব না!” জলের পাত্র নিয়ে মেদিনীপুর পৌরসভার সামনে বিক্ষোভ
স্থানীয় বন দফতরের একটি কমিউনিটি হল থেকে দুয়ারে রেশনে গ্রাহকদের রেশন দেওয়া হচ্ছিল। অভিযোগ তখন এলাকার এক যুবক ঘরে ঢুকে পেছন দরজা দিয়ে তিনবস্তা চাল বাইরে বের করে। এক বস্তা স্থানীয় একটি পুকুরে ফেলে দেয়। আর দুটি বস্তা জঙ্গলে ফেলে। জমিতে চাষের কাজ করার সময় ঘটনাটি দেখতে পেয়ে একজন এসে যুবককে হাতেনাতে ধরে ফেলে।
আরও পড়ুন : বনদপ্তরের জায়গার উপর অবৈধ বাড়ি নির্মাণ ভেঙে দিলেন বনকর্মীরা, কেশপুরে ফের বাজেয়াপ্ত গাছের গুড়ি
Paschim Medinipur
ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে আটক করেছে। রেশন ডিলার শীতল পাত্র জানান, দোষীর শাস্তি হোক। কেন এমন করল জানা নেই। আমরা সবাই একদিকে কাজে ব্যস্ত থাকার সময়ে সবাই অন্যমনস্ক হয়ে পড়লে চুরির চেষ্ট করে যুবক।
তবে স্থানীয়দের বক্তব্য, যুবক মদ্যপ অবস্থায় এ কাজ করেছে। এলাকায় চলছে মদের অবৈধ কারবার। প্রশাসন দ্রুত বন্ধ না করলে অসামাজিক কাজ বাড়ছে। মদের জেরেই অসামাজিক, অনৈতিক কাজ বাড়ছে। পুলিশ প্রশাসনকে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের
আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper