বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রানী শিরোমণির সংগ্রামী জীবন, চূয়াড় বিদ্রোহে তাঁর অবদানের কথা এবার পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা শুরু হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর এ বিষয়ে আলোচনাও শুরু করেছে। শিক্ষা দপ্তর রিপোর্ট দিলেই রানী শিরোমণির কাহিনী স্কুল পাঠ্য বইয়ে স্থান পাবে। এমনি আশ্বাস দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4. প্রাথমিক বিদ্যালয়, জুনিয়ার বেসিক স্কুল, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় এসে তিনি শালবনীর রানী শিরোমণির সংগ্রামের ঘটনাবলী তুলে ধরেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, “চুয়াড় বিদ্রোহের রানী শিরোমণি ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন।” মানস রঞ্জন ভুঁইয়া, কুনাল ঘোষ প্রস্তাব দিয়েছিলেন রানী শিরোমনির ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য। স্কুল শিক্ষা দপ্তর অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কাজ করছেন।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
3/4. শুক্রবার শালবনীতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় সমূহের ৪০ তম রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, শ্রীকান্ত মাহাত, শিউলি সাহা, সাংসদ জুন মালিয়া, কালিপদ সরেন, সুজয় হাজরা, জেলাশাসক খুরশিদ আলি কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
4/4. রাজ্যের ২৪ টি জেলার ৮৭০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছে। রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা রানী শিরোমনির নামে উৎসর্গ করা হয়েছে। ইতিহাসের বর্ণনা করতে গিয়ে ব্রাত্য বসু বলেন, “আমি কথা দিচ্ছি মুখ্যমন্ত্রীর অনুমোদনক্রমে এই বিষয়টি সিলেবাস কমিটির কাছে পাঠানোর উদ্যোগ গ্রহণ করব।”
আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল
আরও পড়ুন : বাংলাদেশের পুণ্যার্থী ছাড়াই মেদিনীপুর জোড়া মসজিদে উরুষ উৎসব
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rani Shirimoni’s Struggle Life
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper