iit kharagpur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জাতীয় আয়ুর্বেদ দিবসের উপলক্ষ্যে আইআইটি (খড়্গপুর)-এর সেন্টার অফ এক্সিলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উদ্যোগে ৪ – ৫ নভেম্বর রাজারহাট আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে “আয়ুর্ধারা” শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত হবেন আধ্যাত্মিক গুরু শ্রী রবিশঙ্কর ও রামদেব। এর ফলে বিতর্ক দেখা দিয়েছে। যদিও বিতর্কের কিছু দেখছেন না আইআইটি কর্তৃপক্ষ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শুক্রবার খড়্গপুর আইআইটি গেটে বিক্ষোভ দেখায় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’র পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। উপস্থিত ছিলেন, সভাপতি অধ্যাপক দেবাশিস আইচ, সহ-সভাপতি শিক্ষক তপন দাস সহ আইআইটি এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গবেষকরা। দেবাশিস আইচ বলেন, “সরকার নতুন শিক্ষানীতি এনে শিক্ষাক্ষেত্র থেকে নবজাগরণের চিন্তাকে উপড়ে ফেলতে চাইছে।
IIT Kharagpur
আরও পড়ুন : লক্ষ্য পঞ্চায়েত ভোট, ময়দানে শাসক বিরোধী দুই শিবির
প্রাচীন ঐতিহ্যের নামে বিজ্ঞানের মোড়কে অধ্যাত্মিক উগ্র চিন্তার প্রসার ঘটাতে চাইছে। বৈজ্ঞানিক মননশীলতাকে ধ্বংস করতে চাইছে। কুযুক্তির আড়ালে এদেশের প্রাচীনকালের সত্যিকারের গরিমার বদলে ভ্রান্ত পশ্চাৎমুখী ধারণার প্রচার করছে। একেই ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ বলে দাবি করছে।
স্বভাবতই, আইআইটির পক্ষ থেকে এমন দুই গুরুর আমন্ত্রিত হওয়া ইঙ্গিত করে এই কর্মসূচিটিও সেই লক্ষ্যেই আয়োজিত হয়েছে। ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ নিয়ে কেন্দ্রে আসীন সরকার, সরকারি শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে অপবিজ্ঞান প্রচার এবং প্রসারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।”
আরও পড়ুন : মেদিনীপুর সদরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আদালতের দ্বারস্থ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
IIT Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali