Home » Suvendu Adhikari : “প্রতি ভোটেই রাজেশ মাহাত বিক্রি হয়”, পশ্চিম মেদিনীপুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর, পাল্টা প্রতিক্রিয়া রাজেশের

Suvendu Adhikari : “প্রতি ভোটেই রাজেশ মাহাত বিক্রি হয়”, পশ্চিম মেদিনীপুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর, পাল্টা প্রতিক্রিয়া রাজেশের

by Biplabi Sabyasachi
0 comments

“Rajesh Mahata is sold with every vote”, comments of Suvendu Adhikari in Paschim Medinipur, Rajesh’s counter-reaction.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “প্রতি ভোটেই রাজেশ মাহাত বিক্রি হয়,” বুধবার পশ্চিম মেদিনীপুরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেই বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। “শিরদাঁড়া বিক্রি নেই” বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজেশ মাহাত। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জঙ্গলমহল সফরে ঝাড়গ্রামে মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে কুড়মি নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Suvendu Adhikari
নিজস্ব চিত্র

তাদের একাধিক দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুড়মি নেতা রাজেশ মাহাত জানিয়েছিলেন, “কুড়মিদের জন্য আগের কোন সরকার কিছু করেনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছেন। কুড়মালি ভাষাকে স্বীকৃতি, কুড়মি ডেভেলপমেন্ট বোর্ড গঠন এবং করম পরবের পূর্ণ ছুটি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছি।” কুড়মিদের এসটি তালিকাভুক্ত করার দাবিতে পঞ্চায়েত ভোটের আগে বারবার রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজেশ। ওই বৈঠক থেকে বেরিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সরব হতে শোনা যায়।

Suvendu Adhikari

বুধবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “অবরোধ আন্দোলন তারা করবে না বলে জানিয়েছেন। প্রয়োজনে, ডিএম, বিরবাহা হাঁসদা, চিফ সেক্রেটারি এবং আমার সঙ্গে কথা বলবে।” অন্যদিকে বুধবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পিংবনিতে আদিবাসী দিবস উপলক্ষ্যে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে রাজেশ মাহাতর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রাজেশ মাহাত বিক্রি হয়ে গিয়েছে। প্রতি ভোটেই রাজেশ মাহাত বিক্রি হয়।” তার এই মন্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে কুড়মি সম্প্রদায়ের মধ্যে। বিষয়টি নিয়ে রাজেশ মাহাতকে ফোন করা হলে তিনি বলেন, “শিরদাঁড়া বিক্রি নেই”।

আরও পড়ুন : ঝাড়গ্রামে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় কুড়মি নেতারা, এবার কি মিটবে কুড়মি জট ?

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের

এর বাইরে কোন মন্তব্য করতে চাননি তিনি। তবে রাজেশের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, “যে নিজে শিরদাঁড়া বিক্রি করে, তার মুখে এ কথা মানায় না। শুভেন্দু অধিকারী নিজে শিরদাঁড়া বিক্রি করে দল পাল্টায় নিজের আখের গোছাতে, লুটেপুটে খেতে।” তবে রাজনৈতিক মহলের ধারনা রাজেশ গ্রেফতার হওয়ার পর আইনি সাহায্য করার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি গ্রেফতার হওয়া বেশ কয়েকজন কুড়মি নেতার বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু কুড়মিরা কোনরকম সাহায্য নেয়নি। উল্টে রাজেশের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা। ফলে রাজ্য সরকারকে কোণঠাসা করতে কিছুটা পিছু হটল। যা হয়তো ভালো ভাবে নিচ্ছে না বিজেপি।

আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া

আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Suvendu Adhikari

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.