Kangsabati Railway Bridge : মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর উপর রয়েছে রেল ব্রিজ। সেই ব্রিজে কর্তব্যরত অবস্থায় এক্সপ্রেস ট্রেন পাস করানোর সময় নদীর জলে পড়ে গেলেন রেলওয়ে ট্র্যাকম্যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার ওসি শুভঙ্কর রায় সহ অন্যান্য পুলিশকর্মীরা ও রেলওয়ে পুলিশ। শুরু হয় তল্লাশি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর উপর রয়েছে রেল ব্রিজ। সেই ব্রিজে কর্তব্যরত অবস্থায় এক্সপ্রেস ট্রেন পাস করানোর সময় নদীর জলে পড়ে গেলেন রেলওয়ে ট্র্যাকম্যান। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ।
আরও পড়ুন : বর্ষাকালে জলনিকাশি সমস্যা মেটাতে তৎপর মেদিনীপুর পুরসভা, গুরুত্ব মহানালা সংস্কারেও
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ওই ট্র্যাকম্যানের নাম তাপস দাস (৪৫)। রেল ব্রিজ থেকে কংসাবতী নদীর জলে পড়ে যায়। তারপর থেকেই নিখোঁজ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার ওসি শুভঙ্কর রায় সহ অন্যান্য পুলিশকর্মীরা ও রেলওয়ে পুলিশ। শুরু হয় তল্লাশি।
আরও পড়ুন : স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫ জন, শিক্ষিকার দুর্ব্যবহারের জেরেই স্কুল বন্ধের উপক্রম পশ্চিম মেদিনীপুরে
ডাক পড়ে ডুবুরি ও উদ্ধারকারী দলেরও। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, “ওই ব্যক্তি খড়গপুর শহরের খরিদা এলাকার বাসিন্দা। আরণ্যক এক্সপ্রেস যখন পাস করছিল তখন সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। ট্রেনটি পাস করার সময় কোন কারণে ব্রিজের উপর থেকে নিচে নদীতে পড়ে গিয়েছে। খোঁজ শুরু হয়েছে।” দুপুর একটা পর্যন্ত ওই ব্যক্তির কোনো হদিশ মেলেনি।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ট্রাকের পেছনে ধাক্কা বরযাত্রী বোঝাই গাড়ীর, গুরুতর জখম ৭
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kangsabati Railway Bridge
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore