Home » Police Raid : মেদিনীপুরে ট্রাভেলস এজেন্সিতে হানা রেল পুলিশের, আটক ১

Police Raid : মেদিনীপুরে ট্রাভেলস এজেন্সিতে হানা রেল পুলিশের, আটক ১

by Biplabi Sabyasachi
0 comments

Police Raid


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রেলের টিকিটের জন্য নকল সফটওয়্যার ব্যবহারের অভিযোগে মেদিনীপুর শহরের স্টেশন রোডের একটি ট্যুর ও ট্রাভেলস এজেন্সিতে হানা দিল রেল পুলিশ। রেল পুলিশ সুত্রে জানা যায় ট্যুর ও ট্রাভেলস এজেন্সি থেকে দুটি কম্পিউটার সহ নকল সফটওয়্যার টি বাজেয়াপ্ত করা হয়েছে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

Police Raid
নিজস্ব চিত্র

উল্লেখ্য, মেদিনীপুর স্টেশন থেকে কিছুটা দূরেই ব্ল্যাক টিকিটের কাউন্টার। খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকদের হানা ওই দোকানে। হাতেনাতে ধরা পড়ে কারবার। প্রায় দেড় লক্ষ টাকার টিকিট ও কম্পিউটার সামগ্রী বাজেয়াপ্ত করে গ্রেপ্তার করা হয় দোকানদারকে। রেলের আধিকারিকরা জানান, মেদিনীপুর স্টেশন থেকে কয়েকশো মিটার দূরেই ” টুর এন্ড ট্রাভেলস” (Tour and Travels) এর একটি কাউন্টার তৈরি করে চালানো হচ্ছিল।

Police Raid

মেদিনীপুর স্টেশন রোডেই ওই কাউন্টারের সম্বন্ধে বিশদে তথ্য পেয়েছিল রেল পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ অতর্কিতভাবে ওই দোকানে হানা দেয় রেলওয়ে আধিকারিক ও স্থানীয় থানার পুলিশ কর্মীরা। দোকানে ঢুকে তল্লাশি চালিয়ে টিকিট কাটার কম্পিউটার ও সামগ্রী নজরে আসে। উদ্ধার হয় তিনটি সক্রিয় ই টিকিট, যার মূল্য ৫৫১৩ টাকা, ৫৫ টি পুরনো টিকিট, যার মূল্য এক লক্ষ ৩৮ হাজার ৪৯ টাকা।

আরও পড়ুন : লটারিতে কোটিপতি ! ভয়ে থানায় রাত কাটালেন মহিষাদলের যুবক

নগদ তিন হাজার টাকা, দুটি কম্পিউটার সেট, সেখানে থাকা আটটি পার্সোনাল আইডি, এজেন্ট আইডি একটি, চারটি স্মার্টফোন উদ্ধার হয়। রেলওয়ে আধিকারিকরা জানান, “এই কারবারে যুক্ত দোকানে থাকা সনু মাইতি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বেআইনি পদ্ধতিতে টিকিট কেটে ব্যবসা করার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : জলাশয়ে পরিযায়ীর দল! পাড়া গাঁয়ে ঢল নামছে পর্যটকদের

আরও পড়ুন : ইন্টার্নশিপ থেকে চাকরি! মেদিনীপুর কলেজে খড়্গপুর IIT-র ক্যাম্পাসিং

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Police Raid

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.