পত্রিকা প্রতিনিধি : বাড়ির পাশেই ১৪ দিন ত্রিপল টাঁঙ্গিয়ে কোয়ারান্টাইনে থাকার পর ছাউনি খুলতে গিয়ে বিদুৎ শক লেগে মৃত্যু ভিনরাজ্য ফেরত এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম ভজহরি সামন্ত দাসপুর থানার শ্রীপুরে বাড়ি।স্থানীয় সূত্রে জানা যায়,ভিন রাজ্য থেকে এসে নিজের বাড়ির সামনে একটি ত্রিপল টাঙিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।শনিবার ১৪ দিন পুরন হওয়ায় সকালে অস্থায়ী ছাউনির কোয়ারেন্টাইন থেকে বেরোনোর সময় ছাউনিতে থাকা ইলেকট্রিকের তার খুলতে শুরু করেন।তারের মধ্যে কাটা অংশ ছিল নজরে না আসায় সেটি খুলতে গিয়ে শরীরের মধ্যে জড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে জ্ঞান হারান।পরিবারের লোকজন ওই ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।পরে পাঁশকুড়া থানার পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে যায় ময়না তদন্তের জন্য।ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।
2