Home » পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পথ দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পথ দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

by Biplabi Sabyasachi
0 comments

Road accident

আরও পড়ুন ঃ বিলুপ্তির মুখে রূপনারায়ন নদীর ইলিশ, হতাশায় কোলাঘাটবাসী

পত্রিকা প্রতিনিধিঃ সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজন যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি(Contai)-জুনপুট (Junput) রাস্তায় পাবলিক(Public) স্কুলের(School) সম্মুখে। গোটা ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে কাঁথি(Contai)-জুনপুট রাস্তা মেরামতি ও কালভার্ট নির্মানের কাজ চলছে। আর সেই রাস্তার ওপরে বিভিন্ন জায়গায় রাস্তা নির্মাণের জন্য তৈরি হয়েছিল গর্ত। আর সেই সমস্ত গর্তে পড়ে রয়েছে লোহার অনেক কাঠামো। পাশাপাশি গর্তের চারিদিকে পথ দুর্ঘটনা(Road accident)এড়াতে বাঁশ ও টিন দিয়ে ব্যারিকেড করা রয়েছে।

Rich results in Google SERP when searching for "Road accident"
নিজস্ব চিত্র

আরও পড়ুন ঃ “বন্যা নিয়ন্ত্রণে গত দশ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন !”, খড়্গপুরে এসে মমতাকে কটাক্ষ দিলীপের

তবে ওই কালভার্ট নির্মাণের খনন করা গর্তের জমা জলেএদিন সকালে একটি মোটরবাইক সমেত দুজন যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি ঘটনার খবর জুনপুট(Junput) কোস্টাল থানার পৌঁছলে পুলিশ(Police)দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে কাঁথি(Contai) মহকুমা হাসপাতালে(Hospital) ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন ঃ ফের দিঘা সমুদ্রে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল মৎস্যজীবিরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুজন যুবকের নাম বাপি মান্না (২৮)। তার বাড়ি বাড় চুনফলি। অপর এক যুবকের নাম এখনও জানা যায়নি। তার বাড়ি তবে গভীর রাতে অন্ধকারে রাস্তা দেখতে না পেয়ে বাইক(Bike) সমেত কালভার্ট নির্মাণের গর্তে পড়ে যায় দুই বাইক আরোহী। আর তারপর তাদের মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান স্থানীয় ও পুলিশের(Police)।তবে গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে মনে করছে পুলিশ(Police)।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Road accident

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.