Digha
আরও পড়ুন ঃ–গোপীবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার
পত্রিকা প্রতিনিধিঃ করোনা(Corona)মহামারী মোকাবিলায় রাজ্যজুড়ে বিধিনিষেধ জারি করেছিল সরকার।পাশাপাশি গণ পরিবহন ও পর্যটন শহর দিঘা(Digha)সমুদ্র স্নানের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে মন চাইলেও পর্যটকরা আসতে পারতেন না দিঘায়(Digha)।তবে এবার সরকারিভাবে কিছুটা হলেও সেই বিধিনিষেধ ১ জুলাই থেকে তুলে নেওয়া হয়।আর এই বিধিনিষেধ ওঠার পর ৪ জুলাই মাসের প্রথম রবিবারে দিঘায় (Digha)ঢল নামল পর্যটকদের (Tourist)।
একদিকে ট্রেন(Train)পরিষেবা এখনও চালু হয়নি। রাজ্য সরকারের(State government) পক্ষ থেকে করোনা বিধি মেনে সরকারি-বেসরকারি বাস(Bus) পরিষেবা ইতিমধ্যে চালু রয়েছে। ফলে দিঘায়(Digha) বাড়ছে পর্যটকদের(Tourist)আনাগোনা। তবে পর্যটকদের ভিড় বাড়তেই ধীরে ধীরে হাসি ফুটছে স্থানীয় ব্যবসায়ীদের। করোনা ও যশ তান্ডবের জেরে ব্যাপক মার খেয়েছে তাঁদের ব্যবসা। তবে এবার ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হতেই মুখে হাসি কিছুটা ফুটেছে ব্যবসায়ীদের।তাছাড়া দিঘা সুন্দরী খুব শ্রীঘ্রই আবার তাঁর নিজের চেহারায় ফিরে আসবে বলে মনে করছে সকলে। তবে কোনওভাবেই যাতে করোনার বিধিভঙ্গ না হয়, সেদিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।
তবে ইতিমধ্যে দিঘা(Digha)থেকে ৪০ টি বেসরকারি বাস ও ১০ টির বেশি সরকারি বাস চলাচল শুরু হয়। দূরপাল্লার বাসগুলি দিঘা থেকে কলকাতা ও অন্যান্য জেলার বিভিন্ন শহরে যাতায়াত শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকেরা(Tourist)স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। খুশি হোটেল মালিকেরাও। বাস চলাচল স্বাভাবিক হতেই হোটেলের(Hotel)বুকিং বাড়ছে। তারা আশা করছেন উইক এন্ডে পর্যটকের ভিড় বাড়বে। দিঘায় জুন মাসের শেষ দিকে থেকে ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা। তবে করোনা সংক্রমণ কমার ফলে সরকারি আর বেসরকারি বাস পরিষেবার দৌলতে ঘূর্ণিঝড় যশ বিধ্বস্ত দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির হোটেলের ব্যবসা, পর্যটন ফের ঘুরে দাঁড়ানোর আশায় অপেক্ষা করছে।
সম্প্রতি ঘূর্ণিঝড় যশ(Yass) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দিঘা মন্দারমনি সহ জেলার সামুদ্রিক পর্যটন কেন্দ্র। জলোচ্ছ্বাসে ধুয়ে মুছে যায় দিঘার রূপ জৌলুস। মেরামতের কাজ শুরু হয়েছে। দিঘা(Digha), মন্দারমনি (Mandarmoni) সহ অন্যান্য পর্যটন কেন্দ্র পুনর্গঠনের কাজ করছে রাজ্য(State) পুরো ও নগরোন্নয়ন দফতর। ব্যয় বরাদ্দ হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। শুধু সৌন্দর্যায়ন নয়, দোকান স্টলগুলোর মেরামতিতে হাত লাগিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সব মিলিয়ে পর্যটকদের কাছে দিঘাতে(Digha) নতুন রূপে তুলে ধরতে সচেষ্ট রাজ্য সরকার। পুজোর আগেই দিঘা ও মান্দারমণি সহ অন্যান্য পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore