Home » দিঘার টানেও ধীরে ধীরে ভিড় জমছে পর্যটকদের

দিঘার টানেও ধীরে ধীরে ভিড় জমছে পর্যটকদের

by Biplabi Sabyasachi
0 comments

Digha tour

আরও পড়ুন ঃরামলাল ধীর স্থির, তবুও ‘হেনস্থা’-র শিকার, এখন তার স্থায়ী ঠিকানা হতে চলেছে ঝাড়গ্রামের তপোবন

পত্রিকা প্রতিনিধিঃ পরপর দু’বছর দু’টো বড়ো ঝড়। তবে এবার ঘূর্ণিঝড় ‘যশ'(Yass) কেড়ে নিয়েছে দিঘা’র(Digha) অপরূপ সৌন্দর্য । তবুও সেই দিঘাই টানছে এবার পর্যটক। করোনা আবহের কারণে রাজ্য সরকার বেশ কিছু বিধিনিষেধ ঘোষনা করায় এখনো বন্ধ রয়েছে লোকাল ট্রেন, সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। কিন্তু পর্যটকেরা সবকিছু উপেক্ষা করেই  কয়েকদিন ধরেই দিঘা(Digha) পরিভ্রমণ করার জন্য বাইক ও ছোট গাড়ি চেপে হাজির হচ্ছেন পর্যটকেরা। আর দিঘায় এসে পৌঁছনো মাত্রই দিঘাকে সাক্ষী রেখে সেলফিও তুলছেন অনেকেই। তবে আগের দিঘার সঙ্গে এখনকার অবস্থার দিঘা পর্যটকদের(Tourist) কাছে  অচেনা। আর সেই অচেনা দিঘার টানেই এসে বেশকয়েকদিন ধরে  অনেকেই সমুদ্র(Sea)জলে হাবুডুবু খাচ্ছেন কেউ বা আবার সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের অপরুপ সৌন্দর্য অনুভব করছেন। তবে দিঘা (Digha)সুন্দরীর এই রূপ দেখে মনটা খুবই ভারাক্রান্ত এমনটাই জানাচ্ছেন পর্যটকেরা।

ফাইল চিত্র

প্রসঙ্গত, মে মাসের ২৬ তারিখে  ঘূর্ণিঝড় ‘যশ'(Yass) – এর প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস দিঘা(Digha) উপকূলের উপর আছড়ে পড়েছিল। আর ঠিক তার ফলে একপ্রকার দিঘা সুন্দরী ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। ভেঙে গিয়েছে সমুদ্র(Sea)পাড়ের গাড়োয়াল থেকে শুরু করে সমুদ্র পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলোতে গড়ে ওঠা একাধিক দোকানপাট এবং সমুদ্র পার্শ্ববর্তী সৌন্দর্যায়ন।করোনায় (Corona)বিধিনিষেধ থাকার ফলে এমনিতে পর্যটন (Tourist) শূন্য অন্যদিকে দোকানপাট ভেঙ্গে যাওয়ার ফলে দীঘা এখন নিরিবিলি হয়ে পড়েছে। এই অবস্থায় দিঘাতে আসাতে শুরু করেছে পর্যটকেরা।  যদিও দিঘা পার্শ্ববর্তী সমুদ্র পাড়ে কিছু এলাকায় ঘুরে দেখলে দেখা যায় সরকারি উদ্যোগে শুরু হয়েছে পুনঃনির্মাণের কাজকর্ম। ফলে আশা করা যায় পর্যটকরা(Tourist)দ্রুত আগের মহিমায় ফিরে পাবে দিঘাকে।

তবে দিঘায় আগত এক পর্যটক বলেন, আগের দিঘা(Digha) আর এখন দিঘার রূপ এখন খুব অচেনা লাগছে। দিঘাকে এভাবে দেখে খুব কষ্ট হচ্ছে। আশা করব, রাজ্য সরকারের উদ্যোগে শীঘ্রই দিঘাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন। তবে দিঘা(Digha)সুন্দরীর বর্তমান রূপ দেখে  মন খুবই খারাপ হচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Digha tour

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.