Home » Haldia Port : ১২০ কোটি টাকা ব্যায়ে তৈরী হতে চলেছে হলদিয়া বন্দরের অগ্নিনির্বাপক পরিকাঠামো

Haldia Port : ১২০ কোটি টাকা ব্যায়ে তৈরী হতে চলেছে হলদিয়া বন্দরের অগ্নিনির্বাপক পরিকাঠামো

by Biplabi Sabyasachi
0 comments

The fire fighting infrastructure of Haldia port is going to be constructed at a cost of Rs. 120 crore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হলদিয়া বন্দর ৬০ তম জাতীয় অগ্নিনির্বাপক দিবস পালন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান একে মেহরা। তিনি বলেন, ১৯৪৪ সালে ১২ এপ্রিল পৃথিবীর দ্বিতীয় মহাযুদ্ধে ১৪৪০ টন বিস্ফোরক সামগ্রী নিয়ে মুম্বাই বন্দরে ভিক্টোরিয়া ডকে আসে এম ভি স্টিকাইন নামক জাহাজ। সেই জাহাজের ছিল বিস্ফোরক পদার্থ। যদিও বন্দরে ঢোকার কোন আইন ছিল না। তবুও যুদ্ধের প্রয়োজনে বন্দরের সুরক্ষা সংক্রান্ত আইনকে শিথিল করে জাহাজটিকে বন্দরে আনার অনুমতি দিয়েছিল তৎকালীন ইংরেজ সরকার।

আরও পড়ুন:- ছাগল চুরিকে কেন্দ্র করে মেদিনীপুর গ্রামীণে উত্তেজনা, পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, নেপথ্যে বালি ব্যবসায়ী! গ্রেপ্তার দুই

Haldia Port
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ভ্যানিসিং কালির কামাল! মুছে গেল চেকে লেখা টাকার অঙ্ক, পূর্ব মেদিনীপুরে গ্রেফতার যুবক

১৪ ই এপ্রিল বেলা বারোটায় জাহাজটির দু’নম্বর খোলতে  কুণ্ডলী পাকিয়ে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায় । মধ্যাহ্নভোজের সময় সামরিক কর্মবিরতির ফলে অবস্থা অনুধাবন করতে সময় লাগে বেশ খানিকটা। বিপদ সংকেত বাজে দুপুর দুটোই। আগুন নেভানোর কাজে হাত দিতে দিতেই বিকেল ৪ টার সময় দুই নম্বর খোলে মজুত করা গোলাবারুদ আগুন লেগে যায় ,ফলে পরপর দুবার প্রচন্ড বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রকৃতি এতটাই ভয়াবহ ছিল চারপাশের মানুষ পশু-পাখি চলন্ত অবস্থায় দূরে ছিটকে পড়তে থাকে। চতুর্দিকে তীব্র বেগে ছুটে যেতে থাকে ছিন্নভিন্ন জাহাজের টুকরো। 

আরও পড়ুন:- নকল বোন সাজিয়ে এনে পৈত্রিক সম্পত্তি বিক্রির চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে রেজিস্ট্রি অফিসে আটক ৩ মহিলা সহ ৫ অভিযুক্ত

Advertisement

আরও পড়ুন:- ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২০ বছর সশ্রম কারাদন্ড যুবকের

Haldia Port

তেলের ড্রাম লোহার শলাকা অদ্ভুত নিশ্চিত হয়ে যায় বন্দরের চারপাশের ৩০০ একর জায়গার সমস্ত পরিকাঠামো এবং বসতি । ২৩ টি জাহাজের মধ্যে ১৫ টি  জাহাজ সম্পূর্ণ ভস্মীভূত হয়। এবং বাকিগুলো প্রচন্ডভাবে অগ্নিদগ্ধ হয় এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১২৫০ জন।  যার মধ্যে ৬৬ জন ছিল কর্মরত দমকল কর্মী। আগুনের মোকাবেলা করতে গিয়ে শহীদ হন ওই কর্মীরা। ইতিহাস মানুষকে শিক্ষা দেয়, অতীতের ভুল ভ্রান্তি পুনরায় যেন না ঘটে। ১৯৬৩ সালের ভারত সরকার এই বেদনাদায়ক ইতিহাসকে চির স্মরণীয় করে রাখার জন্য ১৪ এপ্রিল আজকের এই দিনটিকে অগ্নি পরিষেবা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন:- শিকারকে কেন্দ্র করে শিকারিদের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা লালগড়ে

এই দিনটি কোন উৎসবের দিন নয় ,এই দিন অগ্নি যোদ্ধাদের স্মরণ করার দিন । সেই অনুষ্ঠানে হলদিয়া বন্দরের অগ্নিনির্বাপক কমিটির পক্ষ থেকে আজকের এই দিনটি পালন করা হয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে । আজকের দিনটিতে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান,উপস্থিত ছিলেন বন্দরের জেনারেল ম্যানেজার  এবং দমকল বিভাগের  আধিকারিক বৃন্দ । প্রসঙ্গত,আগুন নেভানো ব‍্যবস্থার আধুনিকীকরণ চলছে হলদিয়া বন্দরে । ৩টি ওয়েল জেটি,২টি বার্জ জেটি এবং ১টি আউটার টার্মিনালে এই পদ্ধতি প্রয়োগে খরচ করা হচ্ছে ১২০কোটি টাকা ।

আরও পড়ুন:- ঝাড়গ্রামে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২

বৃহস্পতিবার ১৪ এপ্রিল হলদিয়া বন্দরে “অগ্নি পরিষেবা সপ্তাহ “উদযাপনের অনুষ্ঠানে একথা বলেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা । হলদিয়া টাউনশিপে বন্দর হাসপাতালে একটি বার্ণ ইউনিট গড়ার উদ‍্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বন্দরের জেনারেল ম‍্যানেজার প্রবীণ কুমার দাস,সিনিয়র ফায়ার অ‍্যাণ্ড সিকিউরিটি অফিসার কমলকান্তি রায়,চন্দন চট্টোপাধ্যায় প্রমুখ।  আগামী সেপ্টেম্বর মাসের মধ‍্যে হলদিয়া বন্দরে আধুনিক অগ্নি নির্বাপন ব‍্যবস্থার কাজ সম্পূর্ণ করার সময় নির্দিষ্ট হয়েছে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Haldia Port

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.