Home » ‘যশ’ ক্ষতিগ্রস্ত দিঘার ব্যবসায়ীদের ভ্রাম্যমান ট্রলিভ‍্যান উপহার মুখ্যমন্ত্রীর

‘যশ’ ক্ষতিগ্রস্ত দিঘার ব্যবসায়ীদের ভ্রাম্যমান ট্রলিভ‍্যান উপহার মুখ্যমন্ত্রীর

by Biplabi Sabyasachi
0 comments

Digha Now

আরও পড়ুন ঃবিজেপি করলেই টিকা পেতে হয়রানি, মেদিনীপুরে স্বাস্থ্য দফতরে বিক্ষোভ

পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় যশ(Yass)-এর তান্ডবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘা(Digha), শঙ্করপুর , মান্দারমনি ও তাজপুর সহ একাধিক এলাকায়। আর সেই ঝড়ের তান্ডবে ভেঙে গিয়েছিল দিঘা ও শঙ্করপুরের একাধিক মালিকদের স্টল ও দোকানপাট। ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছিল হকাররা। আর এহেনঅবস্থায় হকারদের রুজি রোজগারের কথা মাথায় রেখে ইতিমধ্যে হকারকে ভ্রাম্যমাণ ট্রলিভ‍্যান(Mobile Vending Car) ও ক্ষতিগ্রস্ত দোকানদারদের দোকান পুনর্নির্মিত করা হয়। সেই বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে এক  ভার্চুয়াল মাধ্যমে ‘যশ'(Yass) ঝড়ে ক্ষতিগ্রস্ত দিঘা(Digha) ও শঙ্করপুরের(Shankarpur) ব্যবসায়ীদের জন্য নবনির্মিত ভ্রাম্যমাণ ট্রলিভ্যান(Mobile Vending Car) ও ভেঙে যাওয়া দোকানদারদের পুনর্নির্মিত দোকানগুলির শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নিজস্ব চিত্র

এদিন তিনি বলেন, যশ(Yass)-এর তান্ডবে ব্যপকভাবে  পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘা, শঙ্করপুর , মান্দারমনি ও তাজপুর সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে রাজ্যের অর্থনীতিতে অনেকটা চাপ বেড়েছে। আর সে কারণে ওই সমস্ত এলাকায় উন্নয়নের জন্য ইতিমধ্যে তিনটি ধাপে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে দিঘা(Digha), শঙ্করপুর মান্দারমনি ও তাজপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। তাছাড়া ঝড়ের তাণ্ডবে যে সমস্ত দোকানপাট ভেঙে গিয়েছিল ও সাধারণ মানুষদের রুজি রোজগার চলে গিয়েছিল তাদের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি দিঘা ও শঙ্করপুরে যে সমস্ত স্টল মালিকদের  পুরোপুরি ঝড়ের তান্ডবে নষ্ট হয়ে গিয়েছিল তাদের  হাতে ৫২ টি ভ্রাম্যমান টলি ভ্যান তুলে দেওয়া হয়। অপরদিকে ১১৪ টি ভেঙে যাওয়া দোকানকে পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়াও দিঘার বৈদ্যুতিক চুল্লি সারিয়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ৩০ টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।আর তা সম্পূর্ণ হলে পর্যটনে(Tourism)জায়গা আবার আগের মত ফিরে আসবে।  ইতিমধ্যে দিঘা(Digha)-শঙ্করপুর (Shankarpur) উন্নয়ন,পূর্ত দপ্তর, সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মৎস্য বিভাগ ও বন বিভাগকে একত্রিত করে দিঘা ও সুন্দরবন মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। প্রতিবছর যাতে ওই সমস্ত এলাকার ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য ইতিমধ্যে ২৪ জনের একটি বিশেষজ্ঞ দল(Expart team) গঠন করা হয়েছে। তাছাড়া পূর্ব মেদিনীপুরে(East Medinipur) ৫ কোটি ম‍্যানগ্ৰোফ লাগানো হবে। যাতে ওই এলাকায় মানুষকে ঝড়ের হাত থেকে রক্ষা করতে পারে।

এবিষয়ে দিঘার ব্যবসায়ীরা বলেন , এই দুঃসময়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমাদের মতো ব্যবসায়ী পাশে এসে দাঁড়িয়েছেন তা খুবই ভালো লাগছে। তাছাড়া এই ভ্রাম্যমান ট্রলিভ্যান (Mobile Vending Car) পেয়ে আমরা খুব খুশি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Digha Now

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.