Home » কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি থেকে অপসারিত শুভেন্দু (Expelled Suvendu)

কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি থেকে অপসারিত শুভেন্দু (Expelled Suvendu)

by Biplabi Sabyasachi
0 comments

Expelled Suvendu

আরও পড়ুন ঃঝাড়খন্ডের দুই জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় ফুঁসছে ঝাড়গ্রামের সুবর্ণরেখা, প্লাবনের আশঙ্কা

পত্রিকা প্রতিনিধিঃ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ও ২১শে নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল ক্ষমতায় আসার পর ক্রমশ অধিকারী পরিবারকে এককোন ঠাসা করে রেখেছে রাজ‍্যের শাসকদল তৃণমূল। আর এহেন অবস্থায় রাজ‍্যের রাজনৈতিক অস্থিরতা বেড়েছেই চলছে। ফলে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি একাধিক বিষয় নিয়ে ধাক্কা খাচ্ছেন রাজ‍্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এহেনঅবস্থায় কন্টাই কো অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ থেকে অপরাসারণ করা হল সভাপতি শুভেন্দু অধিকারীকে (Expelled Suvendu)।

উল্লেখ্য, দীর্ঘ ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কার্যকালে শুভেন্দু বাবু ব্যাঙ্কের সভাপতি পদে আসীন ছিলেন। তবে ইউনিয়নের মোট ১৫ সদস্য দের মধ্যে ১৪ জনের সর্ব সম্মতি ক্রমে শুভেন্দু বাবু কে অপসারণ করা হল। চলতি মাসের গত ১৯ শে জুলাই অপসারণ করা হোক সভাপতি কে এমন আবেদন করেছিলেন ১২ জন ডিরেক্টার। আর সেই মূলেই সমবায় আইন মেনে এদিনের বৈঠকে হয়। এবং এদিন ২রা আগস্ট সভা আয়োজন করা হয়। এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়া বাকি ১৩ জনের উপস্থিতি ছিল। আর এরমধ্যে ১ জন ডিরেক্টার ফোনে অপসারণের সম্মতি দেন।


জানা যাচ্ছে, গত ৬টি বৈঠক শুভেন্দু বাবু যোগদান করেননি তাই সকল সদস্যদের সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত এই বহিস্কার বলে জানা যাচ্ছে। তাছাড়া কাঁথি মহকুমা ইউনিয়নের অধীনে ইতিমধ্যে ৯৫০ টি সমবায় ব্যাঙ্কের ও সমিতি রয়েছে। যার মধ্যে কাঁথি মহকুমার ইউনিয়নের পাশাপাশি কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক, মুগবেড়িয়া সমবায় ব্যাঙ্ক ও বিদ্যাসাগর ব্যাঙ্কের একাধিক শাখা ও সমিতি রয়েছে। তবে সম্ভবত সবগুলির সভাপতির পদ খুইয়ে আদতে দুই মেদিনীপুরে শুভেন্দুর ক্ষমতা ফের খর্ব হল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷তবে এবিষয়ে এখনও পর্যন্ত অধিকারী পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এবিষয়ে কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক হরিসাধন অধিকারী বলেন, ‘‘সমবায় আইন মেনে ভোটাভুটিতে সভাপতির পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হল। আগামী কয়েকদিনের মধ্যে আমরা সমবায় ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত করববলে জানান তিনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Flooding

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore



বন্যার জল নামতেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বাড়ছে জ্বরের দাপট, ক্ষোভ এলাকাবাসীর

কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ, শিউলি-শুভ্রা দ্বন্দ্ব দেখছেন স্থানীয়রা

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.